বাবা অভিনেতা ধর্মেন্দ্রর খুব কাছের সানি দেওল। প্রায়ই বাবার সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। এবার বাবাকে স্মরণ করে আরও একটি মিষ্টি ভিডিও শেয়ার করলেন অভিনেতা। এই ভিডিওতে এই বয়সেও বাবা-ছেলের প্রেম দেখা যায়। বৃদ্ধ বাবার বিশেষ খেয়াল রাখছেন সানি। দুজনের এই বিশেষ সম্পর্ক অভিনেতার ভক্তরা পছন্দ করেন। গদর অভিনেতাকে একজন আদর্শ পুত্র হিসাবে বর্ণনা করছেন।
সানি দেওল বর্তমানে বর্ডার ২ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তবে সেখানে বসেই তিনি মিস করছেন বাবাকে। ফলত পুরনো একটা ভিডিয়ো নিলেন শেয়ার করে। এই ভিডিয়োতে দুই অভিনেতাকে শীতের পোশাকে দেখা যাচ্ছে। এই ভিডিয়োতে দুই অভিনেতাকে শীতের পোশাকে দেখা যাচ্ছে। ধর্মেন্দ্রর পরে আছেন লম্বা কালো ওভারকোট। একই সঙ্গে সানি দেওলকে দেখা যাচ্ছে টুপিতে।
সেলফি ভিডিয়োটির শুরুতে সানি বাবাকে বলেন, ভিডিয়ো তোলা হচ্ছে, তাই তিনি কিছু কথা বলার থাকলে বলতে পারেন। এতে ধর্মেন্দ্র কপি কাপে চুমুক দিতে দিতে বলেন, ‘হ্যালো ধর্মেন্দ্র’। তাতে সানির জবাব, ‘হ্যালো পাপা’। এরপর ছেলেকে আদর করতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতাকে। বলেন, ‘না এলে সত্যিই খুব মিস করতাম। আমি তো এসেছি। মা এলে মায়েরও খুব ভালো লাগত। ওরও আশা উচিত ছিল।’
এই ভিডিয়োতে মন্তব্য করে একজন ভক্ত লিখেছেন, ‘সকলের সানি দেওলের মতো ছেলে হওয়া উচিত’। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এই বয়সেও ধর্মেন্দ্র তার ছেলেকে কী সুন্দর ছোট শিশুর মতো চুমু খাচ্ছেন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সানি পাজি তুমি তোমার বাবার খুব যত্ন নাও সেটা বোঝা যাচ্ছে’। ' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'কী সুন্দর দেওল পরিবারের বন্ডিং'।
সানি এই পোস্ট শেয়ার করে লেখেন, ‘তোমায় মিস করছি বাবা। আমাদের আরও বেশি করে এই ধরনের ট্রিপে যেতে হবে।
কাজের সূত্রে ধর্মেন্দ্রকে ২০২৩ সালের সিনেমা রকি অউর রানি কি প্রেম কাহানিতে দেখা গিয়েছিল শেষবার। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন ও শাবানা আজমি অভিনীত সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পায়। সেই বছরই সানি গদর ২ দিয়ে বিস্ফোরণ ঘটান। আপাতত লহোর ১৯৪৭, বর্ডার ২-র মতো সিনেমাতে দেখা যাবে সানিকে।