আল্লু অর্জুন কয়েক ঘণ্টার জন্য জেলে যেতেই লাফিয়ে বেড়েছে পুষ্পা ২-এর আয়। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আর গড়ে চলেছেন পুষ্পারাজ। দ্বিতীয় সোমবার বিশ্ব বক্স অফিসে ১৩০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল পুষ্পা ২-দ্য রুল। গত ৪ই ডিসেম্বের ছবির প্রিমিয়ার শো-তে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মহিলা ভক্তের মৃত্যুর কারণে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন আল্লু অর্জুন, আপতত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত তিনি। মামলা আদালতে বিচারধীন।
পুষ্পা ২ কেজিএফ চ্যাপ্টার ২-কে পরাজিত
বক্স অফিসে সর্বশেষ আপডেট অনুসারে, পুষ্পা ২ বক্স অফিসে ১১ দিনের শেষে এখনও পর্যন্ত বিশ্ব বক্স অফিসে ১৩০২.৬০ কোটি টাকা সংগ্রহ করেছে। এর জেরে পুষ্পা ২ যশের কেজিএফ চ্যাপ্টার ২-এর আজীবন সংগ্রহকে ছাপিয়ে গেল। ২০২২ সালের অ্যাকশন ড্রামা ফিল্মটির সংগ্রহ ছিল ১২১৫ কোটি টাকা। এসএস রাজামৌলির ব্লকবাস্টার ছবি 'আরআরআর'-এর (১২৩০ কোটি টাকা) রেকর্ডও ভেঙে ফেলবে এই ছবি। পুষ্পা ২ এর আগে শাহরুখ খানের জওয়ানকে আয়কেও টপকে ছিল। এখন বিশ্ব বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় তিন নম্বরে রয়েছে পুষ্পা ২।
প্রথম-দঙ্গল (২০৭০ কোটি টাকা)
দ্বিতীয়- বাহুবলী ২- দ্য কনক্লিউসন (১৭৮৮ কোটি টাকা)
তৃতীয়- পুষ্পা ২: দ্য রুল (১৩০২ কোটি টাকা)
৪০০ কোটির বাজেটে তৈরি পুষ্পা ২ ভারতের বক্স অফিসেও রবিবার পর্যন্ত ৯০২ কোটি টাকা সংগ্রহ করেছে। এটি প্রথম হিন্দি চলচ্চিত্র (পুষ্পা ২-এর হিন্দি ভার্সন) যা দ্বিতীয় সপ্তাহান্তে ১০০ কোটি টাকার বেশি (মোট ১২৮ কোটি) সংগ্রহ করতে সফল হয়েছে। শাহরুখের জওয়ান এবং শ্রদ্ধা-রাজকুমারের স্ত্রী ২-র রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। ভারতীয় মার্কেটে আয়ের নিরিখে এখন দু-নম্বরে এই ছবি। বাহুবলী ২-এর ঠিক পরেই পুষ্পারাজের অবস্থান।
শুক্রবার 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। শনিবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল রেবতী নামে এক মহিলা ভক্তের, তাঁর ৯ বছরের শিশুপুত্র আইসিইউ-তে চিকিৎসাধীন। রবিবার একটি নতুন বিবৃতিতে অভিনেতা জানিয়েছেন যে তার আইনি দল তাকে এই সময়ে আহতের সাথে দেখা করতে বা তার পরিবারের সাথে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে।
তিনি তাঁর নোটে লিখেছেন, ‘আমি তরুণ শ্রী তেজকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দুর্ভাগ্যজনক ঘটনার পরে ক্রমাগত চিকিৎসার অধীনে রয়েছেন।’ পুষ্পা ২: দ্য রুল ২০২১ সালের হিট 'পুষ্পা: দ্য রাইজ'-এর সিক্যুয়েল। আল্লুর পাশাপাশি এই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না ও ফাহাদ ফাসিল।