তারকাদের পিছনে হামেশাই ধাওয়া করে ক্যামেরা। বাড়ি থেকে বেরোনো থেকে বাড়িতে প্রবেশ পর্যন্ত ছবি শিকারিদের হাত থেকে রক্ষে পাওয়া মুশকিল তাঁদের। কিন্তু সেটা যদি ব্যক্তিগত মুহূর্তের হাত পড়ে! যে কারও অস্বস্তি হতে পারে।
বাড়ির ভিতরে নিত্যদিনের কাজে ব্যস্ত আলিয়া ভাট। অভিনেত্রীর এমনই এক ব্যক্তিগত মুহূর্তের ছবি মঙ্গলবার ফাঁস করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এতেই রেগে আগুন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন রাহার মা। নিজের গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে কপালে ভাঁজ অভিনেত্রীর।
ইনস্টাগ্রাম স্টোরিতে দু-টি ছবির কোলাজ শেয়ার করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরা কাঁচের সুবিশাল জানালার ওপারে বাড়ির লিভিং রুমে বসে আছেন অভিনেত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ছবি দুটি শেয়ার করে ‘এক্সক্লুসিভ’ ছাপ বসিয়েছেন। এরপরই আলিয়ার পরিবার এবং সহকর্মীরা 'একজন ব্যক্তির গোপনীয়তার প্রতি অবজ্ঞা' নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও পড়ুন: জন্মদিনের আগে কোথায় গেলেন অপরাজিতা? সেখান থেকে নাকি পেলেন অমূল্য উপহার
এ বিষয়, আলিয়া মা সোনি রাজদান অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে, বোন শাহিন ভাট বিষয়টিকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছেন। তাঁদের সাফ মন্তব্য, আলিয়া একজন সেলিব্রিটি না হলে এটি 'হয়রানি' হিসেবে বিবেচনা হত।