তারকাদের পিছনে হামেশাই ধাওয়া করে ক্যামেরা। বাড়ি থেকে বেরোনো থেকে বাড়িতে প্রবেশ পর্যন্ত ছবি শিকারিদের হাত থেকে রক্ষে পাওয়া মুশকিল তাঁদের। কিন্তু সেটা যদি ব্যক্তিগত মুহূর্তের হাত পড়ে! যে কারও অস্বস্তি হতে পারে।
বাড়ির ভিতরে নিত্যদিনের কাজে ব্যস্ত আলিয়া ভাট। অভিনেত্রীর এমনই এক ব্যক্তিগত মুহূর্তের ছবি মঙ্গলবার ফাঁস করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এতেই রেগে আগুন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন রাহার মা। নিজের গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে কপালে ভাঁজ অভিনেত্রীর।
ইনস্টাগ্রাম স্টোরিতে দু-টি ছবির কোলাজ শেয়ার করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরা কাঁচের সুবিশাল জানালার ওপারে বাড়ির লিভিং রুমে বসে আছেন অভিনেত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ছবি দুটি শেয়ার করে ‘এক্সক্লুসিভ’ ছাপ বসিয়েছেন। এরপরই আলিয়ার পরিবার এবং সহকর্মীরা 'একজন ব্যক্তির গোপনীয়তার প্রতি অবজ্ঞা' নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও পড়ুন: জন্মদিনের আগে কোথায় গেলেন অপরাজিতা? সেখান থেকে নাকি পেলেন অমূল্য উপহার
এ বিষয়, আলিয়া মা সোনি রাজদান অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে, বোন শাহিন ভাট বিষয়টিকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছেন। তাঁদের সাফ মন্তব্য, আলিয়া একজন সেলিব্রিটি না হলে এটি 'হয়রানি' হিসেবে বিবেচনা হত।
এ বিষয় মেয়ের হয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সোনি রাজদান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'একজন ব্যক্তির গোপনীয়তার ক্ষেত্রে এই নির্লজ্জ অবহেলায় হতবাক এবং হতাশ। আমরা কি সত্যিই এখন 'সেই দেশে' পরিণত হচ্ছি? যেখানে 'ছবি পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্ত সাংস্কৃতিক নিয়মগুলি বজায় রাখা যায় না। ‘আশা করি কেউ এটার দ্রুত সমাধান করতে পারবে’!
ইনস্টাগ্রামে দীর্ঘ নোটে শাহিন ভাট বোনের হয়ে লেখেন, ‘এখন কন্টেন্ট-এর জন্য আশেপাশের বিল্ডিংগুলিতে লুকিয়ে থাকার প্রয়োজন। মানুষের বাড়িতে জুম লেন্সগুলি নির্দেশ করাটা দারুণ? প্রাপ্তবয়স্ক পুরুষরা ক্যামেরা সহ লুকিয়ে থাকছেন। রাস্তার ওপারে লুকিয়ে থাকছেন। একজন অসচেতন মহিলার গোপন ছবি তুলছেন। তাঁর বাড়িতে। তাঁর সম্মতির প্রয়োজন বোধ করছেন না’।

শাহিন ভাটের ইনস্টাগ্রাম স্টোরি
তিনি আরও যোগ করেছেন, ‘ছবিতে থাকা ব্যক্তি একজন সেলিব্রিটি, তারমানে এটা নয় অভিনেত্রীর সঙ্গে যা হচ্ছে তা সবটাই ঠিক। অন্য কোনও ব্যক্তির সঙ্গে হলে এটা হয়রানি এবং গোপনীয়তা উপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হত। এটা হচ্ছে। মানুষের মৌলিক শালীনতার অভাব সত্যই ভয়ঙ্কর’।
আলিয়ার শাশুড়ি এবং অভিনেত্রী নীতু কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলিয়ার স্টোরির একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, 'এটা ঠিক নয়। তিনি অবশ্য পরে এটি মুছে ফেলেন, সম্ভবত ছবিগুলি যেন আরও ছড়িয়ে না পড়ে।
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে আলিয়া লেখেন, ‘এটা কী ইয়ার্কি করা হচ্ছে? আমি নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম লিভিং রুমের মধ্যে, তখন মনে হল আমার উপর কেউ নজরদারি করছে… আমি আশেপাশে দেখলাম, তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশির বিল্ডিংয়ের ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছে!’
এরপর আলিয়া যোগ করেন, 'কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? বা কোথায় এই ধরণের কাজের অনুমতি রয়েছে? এটা কারুর গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমারেখা রয়েছে যা পার করা উচিত নয়, আজ সবটা অতিক্রম করে ফেলেছেন! নিজের পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেন অভিনেত্রী। ছবি যেন আরও ছড়িয়ে না পড়ে, তাই পরে সেই স্টোরিও সরিয়ে দেন আলিয়া।
গোটা ঘটনায় আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন অর্জুন কাপুর, অনুষ্কা শর্মারাও। বছর দুয়েক আগে একই মিডিয়া হাউসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনুষ্কা শর্মা।