‘ও মাই গড’ সিনেমায় কৃষ্ণের ভূমিকায় এবং ‘ও মাই গড ২’ সিনেমায় শিবের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তবে শুধু অক্ষয় নন, এর আগেও বহু অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ঈশ্বরের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। তবে এবার ‘মহাকাল চলো’ নামক একটি গানের শ্যুটিং করতে গিয়ে শিবলিঙ্গ জড়িয়ে ধরতেই অক্ষয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দেশের পুরোহিত সংগঠন।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি প্রকাশ্যে আসে ‘মহাকাল চলো’ নামক একটি গান। গানটির ভিডিয়োয় অক্ষয় ছাড়াও দেখা গেছে বিক্রম এবং পলাশ সেনকে। গানটির বেশ কিছু দৃশ্য দেখে ভীষণ চটেছেন পুরোহিত সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'প্রথম মহিলাকে..'
অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁরা দাবি জানান, গানটি নিয়ে কোনও সমস্যা না থাকলেও গানের দৃশ্যে আপত্তি রয়েছে। গানের দৃশ্যে দেখা যাচ্ছে, অক্ষয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছেন। দেবাদিদেব মহাদেবের পাশাপাশি অক্ষয়ের ওপরেও ঢালা হচ্ছে হলুদ, মধু।
পুরোহিত সম্প্রদায়ের মতে, একটি শিবলিঙ্গকে যখন পঞ্চমৃত দিয়ে অভিষেক করানো হয়, তখন মহাদেবকে এইভাবে জড়িয়ে ধরা কোনওভাবেই উচিত হয়নি অক্ষয়ের। এটা আসলে হিন্দু ধর্মকে অপমান করা। শুধু তাই নয়, বেশ কিছু দৃশ্যে দেখা গেছে মহাকালকে ভস্ম দিয়ে অভিষেক করা হচ্ছিল, যা উজ্জয়নীর মহাকাল ছাড়া অন্য কোনও মন্দিরে করার নিয়ম নেই।
আরও পড়ুন: জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী কি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গিয়েছেন? ইন্টারনেটে জল্পনা
পুরোহিত সম্প্রদায়ের অক্ষয়ের বিরুদ্ধে এই আপত্তি শুনে বুধবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানান অভিনেতা। খিলাড়ি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন বাবা-মায়ের আগেও ঈশ্বর হলেন আমাদের পিতা-মাতা, আমাদের রক্ষক। কেউ যদি বাবা আমাকে আলিঙ্গন করে, তাহলে কোথায় সমস্যা?’
অক্ষয় আরও বলেন, ‘আমি মহাদেবকে জড়িয়ে ধরে শক্তি পাই। আমার ভক্তিকে কেউ যদি ভুল বোঝে তাহলে আমার কিছু করার নেই। এতে আমার কোনও দায় নেই। এটাই শুধু বলার।’