সবসময়ের মতো এবারও তাঁর সঙ্গী মেয়ে আরাধ্যা। মেয়েকে নিয়েই আবু ধাবিতে আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরষ্কার (আইফা) উৎসব ২০২৪-এ হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেতো নাহয় হল, কিন্তু অনুষ্ঠানে ঢোকার আগেই রেড কার্পেটে রাই সুন্দরীকে দেখে একী করলেন সঞ্চালিকা!
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঐশ্বর্যকে সামনে পেয়ে কথা বলার পরিস্থিতিতে নেই খোদ সঞ্চালিকা। তাঁকে এত কাজ থেকে দেখতে পাওয়ার আনন্দে আবেগে কেঁদে ফেলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থাপক কাঁদতে কাঁদতে স্বীকারও করে নেন যে তাঁর মতো বিউটি কুইনের সঙ্গে দেখা হওয়া আদপে তাঁর স্বপ্ন ছিল। উপস্থাপিকা বলেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত।’
মর্মস্পর্শী ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঐশ্বর্য দৃশ্যতই অভিভূত। তিনি ক্রন্দনরত উপস্থাপিকাকে সান্ত্বনা দিচ্ছেন। এমনকি ঐশ্বর্য তাঁকে একটা উষ্ণ আলিঙ্গনও করেন। ইতিমধ্যেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐশ্বর্যকে সঞ্চালিকাকে স্পর্শ করে ‘ওহ, ওহ মাই গড’ বলতে শোনা যাচ্ছে।