বিচ্ছেদের জল্পনার আগুনে একেবারেই জল ঢাললেন জুনিয়র বচ্চন এবং তাঁর স্ত্রী। বর্ষ শেষ এবং নতুন বছর বাইরে উদযাপন করে ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বই ফিরলেন ঐশ্বর্য এবং অভিষেক। সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে আরাধ্যাও।
আরও পড়ুন: বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর ফের টিভিতে ফিরছেন জিতু! দেখা মিলবে কোন ধারাবাহিকে?
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের পর এবার বাফতার দৌড়েও পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট! কটা বিভাগে মনোনয়ন পেল?
একসঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য এবং অভিষেক
এদিন এক চিত্রসাংবাদিক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। আর তাঁর ঠিক পিছনেই আছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা। তাঁরা প্রায় একসঙ্গেই হেঁটে এসে তাঁদের গাড়িতে ওঠেন। যদিও অভিনেতাকে অনুরোধ করা হয় ছবি তোলার জন্য দাঁড়াতে, কিন্তু না দাঁড়িয়ে হাঁটতে থাকেন। তবে রাই সুন্দরী কিন্তু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এদিন বিমানবন্দর থেকে বেরোনোর সময় ঐশ্বর্য পাশে পাশে হাঁটতে হাঁটতে আচমকাই লাফিয়ে ওঠে আরাধ্যা। সেটা দেখে যখন অ্যাশ তাকে জিজ্ঞেস করে যে কেউ তাকে কি ধাক্কা দিয়েছে? জবাবে সে খালি হাসি ফিরিয়ে দেয়। ওঁরা হেঁটে গাড়ির দিকে এগিয়ে যান। সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছিলেন অভিষেক। উনি স্ত্রী মেয়েকে গাড়িতে তুলে নিজে সামনের সিটে বসে। বেরিয়ে যাওয়ার আগে ঐশ্বর্য সবার উদ্দেশ্যে বলেন, 'হ্যাপি নিউ ইয়ার।'
এদিন বিমানবন্দরে থেকে বেরোনোর সময় ঐশ্বর্যকে কালো সোয়েটশার্ট এবং জিন্সে দেখা যায়। অভিষেক পরেছিলেন গ্রে রঙের সোয়েটশার্ট এবং জিন্স। আর আরাধ্যার পরনে ছিল নেভি ব্লু টিশার্ট এবং প্যান্ট।
ঐশ্বর্য এবং অভিষেকের বিচ্ছেদের চর্চা
চলতি বছরের গোড়ার দিকে আম্বানিদের বিয়েতে ঐশ্বর্য যখন মেয়েকে নিয়ে আলাদা আসেন আর অভিষেক তাঁর বাকি গোটা পরিবারের সঙ্গে তখন থেকেই চর্চা শুরু হয় তাঁদের বিচ্ছেদের। মাঝে উসকে যায় অভিনেতার বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও। শোনা যেতে থাকে তিনি নাকি নিমরত কৌরের সঙ্গে প্রেম করছেন। যদিও এই সব নিয়ে তাঁরা কেউ কোনও জবাব দেননি। বরং বিগত কিছুদিন মাঝে মধ্যেই একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে বিচ্ছেদের জল্পনায় জল ঢেলেছেন।