SRFTI -এর এক প্রাক্তনীর ছবি মনোনীত হল কান চলচ্চিত্র উৎসবে। কানু বেহেল নামক এক ব্যক্তির আগ্রা ছবিটি এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবে এই বছর প্রদর্শিত হতে চলেছে। এই ছবিতে উঠে এসেছে একটি পরিবারের মধ্যে সেক্সুয়াল ডায়নামিক্সের উদঘাটনের কথা। প্রাক্তনীর এই কৃতিত্বে গর্বিত SRFTI। তাই তারা কানু বেহেলকে সম্মানিত করতে চাইছে। তিনি একবার কান থেকে ফিরে আসলে তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কানু জানিয়েছেন, 'আমার ছবি নির্বাচিত হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি। কান চলচ্চিত্র উৎসবে এই ছবিটি কেমন সাড়া পায় সেটা জানার জন্য মুখিয়ে আছি আমি। SRFTI এর জন্য সব কিছু। আমি এখান থেকে গড়ে উঠেছি, শিক্ষা পেয়েছি। আমি চিরজীবন এই প্রতিষ্ঠানের কাছে ঋণী হয়ে থাকব আমায় পরিচালক হিসেবে গড়ে তোলার জন্য।'
SRFTI -এর ডিরেক্টর হিমাংশু খাটুয়া এই খবরের বিষয়ে জানান গোটা ঘটনাটাই অত্যন্ত গর্বের। তাঁদের প্রতিষ্ঠান তো বটেই, দেশের জন্যেও এটা একটা গর্বের মুহূর্ত। তিনি আরও বলেন, 'আমি ওকে ডাকতে চাই এখানে। আর সম্বর্ধনা দিতে চাই।
SRFTI -এর একজন প্রফেসর, পুতুল মাহমুদ জানান এই প্রতিষ্ঠানের বহু তরুণ পরিচালক ডানা মেলে ওড়ার জন্য প্রস্তুত। নিজের কাজ, ছবি দেখানোর জন্য প্রস্তুত। তাঁর কথায়, 'সিনেমা তৈরি, জায়গা অর্জন করা এবং এই লড়াইয়ে টিকে থাকা অত্যন্ত কষ্টকর। কানু বেহেলের তিতলি বা আগ্রা ছবি সাফল্য তরুণ পরিচালকদের উৎসাহ জোগাবে। আশা জোগাবে। তাঁরা এটা বিশ্বাস করবে যে তাঁদের স্বপ্ন সফল হতে পারে।'
কানুর সঙ্গে এই ছবিতে কাজ করেছেন SRFTI -এর আরেক প্রাক্তনী। তিনি সেই কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, 'কানুর সঙ্গে কাজ করার মানেই হল একটা দারুণ অভিজ্ঞতা হওয়া। ওর কাজ করার ধরন ভীষণ ইউনিক। ওর নতুন ছবি তৈরি করার যে খিদেটা আছে সেটা ভীষণ সংক্রমক।'