পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশে একের পর এক ট্যুইট করতে থাকেন কঙ্গনা রানাওয়াত। কখনও তোপ দেগে কখনও বা কটাক্ষ করে। তবে সটুকুই যে উস্কানিমূলক ছিল সে নিয়ে কারোর সন্দেহ ছিল না। বলাই বাহুল্য,এই ট্যুইটগুচ্ছের জবাবে নেটদুনিয়ায় চরম নিন্দিত হন এই অভিনেত্রী। পাশাপাশি অভিনেত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করলো ট্যুইটার। সঙ্গে বিবৃতি দিয়ে ট্যুইটারের তরফে জানানো হয়েছে যে ট্যুইটার ব্যবহারের কোনও শর্তাবলীই মানছিলেন না কঙ্গনা। বিদ্বেষমূলক মন্তব্যের জন্যই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য,কোনওরকম উস্কানিমূলক ট্যুইটের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের পক্ষ থেকে একথা আগেই ঘোষণা করা হয়েছিল ট্যুইটারের তরফে।
এই ঘটনার পরেই আনন্দ ভূষণ ও রিমঝিম দাদু নামের বলিউডের দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সরাসরি জানিয়েছেন তাঁরা কঙ্গনার সঙ্গে আর কোনও ব্যবসায়িক সম্পর্ক রাখবে না। অভিনেত্রীর সঙ্গে জোট বেঁধে কোনও কাজ করতে তাঁরা অস্বীকার করেছেন। শুধু তাই নয়,একধাপ এগিয়ে নেটমাধ্যমে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি তাঁর আরও বলেছেন যে এতদিন পর্যন্ত কঙ্গনার সঙ্গে থাকা সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করছেন তাঁরা। আনন্দ ভূষণের ট্যুইট,' এই ঘটনার পর আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে কঙ্গনা সম্পর্কিত সমস্ত কিছু আমরা মুছে দিচ্ছি। সরিয়ে ফেলছি। ভবিষ্যতেও তাঁর সঙ্গে যে কোনওরকম সম্পর্কে রাখা হবে না আমাদের সংস্থার তরফে সে ব্যাপারেও কথা দেওয়া হচ্ছে কারণ বরাবরই আমাদের সংস্থা বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধী!'
অন্যদিকে,কঙ্গনার সঙ্গে নিজের একটি পুরোনো ছবি পোস্ট করে রিমিঝিম লিখেছেন, ' সঠিক সিদ্ধান্ত নিতে কখনওই দেরি হয়নি। কঙ্গনা সম্পর্কিত সমস্ত পোস্ট এইমুহূর্ত থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও ওঁর সঙ্গে জোট বেঁধে কোনওরকম কাজ করা হবে না।'

আনন্দ ও রিমঝিমের এই পদক্ষেপের প্রশংসা করে নেটমাধ্যমে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করও।