দেবের পর এবার সৌরভ দাসের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধছেন সৌমিতৃষা কুণ্ডু। ছবির নাম '১০ই জুন'। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। ২১ ফেব্রুয়ারি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছবিটির। পরিচালনায় রূপক চক্রবর্তী।
এই ছবিতে 'মিতালি'র চরিত্রে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। মানুষের জীবনে কোনও একটা তারিখ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেকথাই বলবে ছবিটি। কেমন এই ছবির গল্প?
দেখা যাবে, ১০ জুন সকালে মিতালি একাই বাড়িতে ছিল। সেসময় হঠাৎই বাড়ির কলিং বেল বাজে। দরজা খুলতেই আর তখনই বন্দুক হাতে বাড়ি ঢুকে পড়ে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালির বাড়িতে আশ্রয় চায় সে। এরপর কী হবে, সেটা নিয়েই সৌমিতৃষা-সৌরভের নতুন ছবি '১০ই জুন।'
ছবিতে সৌরভ-সৌমিতৃষা ছাড়াও রয়েছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস সহ আরও অনেকে। জানা যাচ্ছে, কলকাতা ও উত্তরবঙ্গের নানান জায়গায় হয়েছে ছবির শ্যুটিং।
প্রসঙ্গত ছোটপর্দা ও বড়পর্দার পর সম্প্রতি ওয়েব দুনিয়াতেও ডেবিউ হয়েছে সৌমিতৃষা কুণ্ডুর। ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। অবশ্য ওয়েব সিরিজে কাজের বিষয়ে সম্প্রতি সৌমিতৃষা বলেছেন, এর আগেও তিনি বেশকিছু ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছিলেন। তবে সেগুলির চিত্রনাট্য নাকি তাঁকে বিশেষ প্রভাবিত করতে পারেনি। তাই তিনি রাজি হননি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে ‘কালরাত্রি’র চিত্রনাট্য, চরিত্র দুটোই তাঁর পছন্দ ছিল বলে জানিয়েছিলেন সৌমিতৃষা। 'দেবী' চরিত্রটা তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল বলেও জানিয়েছেন সৌমিতৃষা। আর থ্রিলার তাঁর পছন্দের বিষয় বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।