Didi No 1: পেটের মাঝে লাল বেলুন নিয়ে খেলা! ছেলের বয়স আড়াই মাস, সায়নদীপের হাত ধরেই দিদি নম্বর ১-এ হাজির নতুন মা রূপসা Updated: 11 Apr 2025, 07:51 PM IST Ranita Goswami ২০২৪ সালের দুর্গাপুজোর সময় সাতপাকে বাঁধা পড়েন রূপসা এবং সায়নদীপ। এরপর তাঁদের বিয়ের মাস পেরোনোর আগেই রূপসা জানান যে তাঁদের সংসার বড় হতে চলেছে। তাঁদের সন্তান আসছে। সেই সময়ও যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের।