'শুনলাম হিরেইনদের নাকি বয়স বাড়ে না? কেন তাঁরা কি অন্য গ্রহের প্রাণী?… বয়স বাড়া স্বাভাবিক বিষয়, এটাকে উপভোগ করা উচিত।' ৫০-এর জন্মদিনের পরদিনই বয়স নিয়ে লম্বা পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। নিজের বয়স বাড়ার জন্যই কি শ্রীলেখার এতবড় পোস্ট নাকি অন্য কারণও রয়েছে?
নাম না করলেও শ্রীলেখা মিত্রর এত কথা লেখার কারণ ঋতুপর্ণা সেনগুপ্তর মন্তব্য। সম্প্রতি বাংলাদেশে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করে বসেন, ‘৫২বছর বয়সেও আপনি কীভাবে এত্ত সুন্দর?’ এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়েছিলেন ঋতুপর্ণা, হেসে তিনি প্রথমে বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন। পরে ওই সাংবাদিক একই প্রশ্ন আবারও করলে ঋতুপর্ণা বলেন, ‘মেয়েদের বয়স কেন জিগ্গেস করছেন! মেয়েদের বয়স, আর ছেলের মাইনে কখনও জানতে নেই।’ যদি এই প্রশ্ন বাদ না দেওয়া হয়, সাংবাদিক সম্মেলন ছেড়ে বের হয়ে যাবেন বলেও জানিয়ে দেন ঋতুপর্ণা।
আরও পড়ুন-Exclusive Ram Kamal-Shree: , শরীর বদলে শ্রী এখন নারী, মাও হয়েছেন, সেই রপান্তরকামী বোনের থেকে রাখি পরলেন রামকমল
আরও পড়ুন-সানির থেকে ১ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার টাকা পাই, যার জন্য ২৭ বছর ঘুরছি: সুনীল দর্শন