সপ্তাহন্তে ছুটির দিনে নেটপাড়ায় উত্তাপ ছড়ালেন সৌরভ ঘরণী দর্শনা। ফোন স্ক্রল করতে গিয়ে এদিন অনেকেই দর্শনার সোশ্য়াল মিডিয়ার পাতায় চোখ রেখেছেন। বলা ভালো এদিন শরীরি সৌন্দর্যে বহু পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন অভিনেত্রী দর্শনা বণিক।
কিন্তু কী এমন করেছেন দর্শনা?
শনিবার ফেসবুকের পাতায় পুলের জলে সাঁতারের ভিডিয়ো পোস্ট করেছেন সৌরভ ঘরণী। যেখানে স্নান পোশাকে পুলের জলে ভেসে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। কখনও সোজা হয়ে কখনও আবার উল্টো করে ভেসে সাঁতার কাটতে দেখা গিয়েছে দর্শনা বণিককে। কখনও আবার তিনি পুলের জলে মিউজিকের ছন্দে জলকেলিতে মজেছেন। যা দেখে নেটপাড়ায় অনেকেই লিখছেন, ‘ঠিক যেন জলপরী…’। অনেকেই দর্শনাকে ভালোবাসায় ভরিয়েছেন। তাবে তারই মধ্যে কিছু নীতিপুলিশ ভ্রু কুঁচকেকে দর্শনাকে নীতিকথা শোনানোরও চেষ্টা করেছেন। কেউ আবার মজা করে লিখেছেন, ‘অলিম্পিক কলিং…’।
আরও পড়ুন-'স্পটলাইট থেকে শত মাইল দূরে থেকেও ওঁরা…', অনসূয়া ও পায়েলকে নিয়ে কী লিখলেন পরমব্রত?