
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একটা সময় ছোটপর্দায় অন্যতম হাইয়েস্ট পেইড অভিনেত্রী ছিলেন অরুণিমা ঘোষ। এরপর ধীরে ধীরে রুপোলি পর্দায় কাজ শুরু করেন। গত কয়েক বছরে সেভাবে কাজের জগতে দেখা যায়নি অরুণিমাকে। শীঘ্রই অরিন্দম শীলের ‘মায়াকুমারী’ ছবিতে দেখা মিলবে তাঁর। নিজের অনুপস্থিতির কারণ সম্পর্কে বলতে গিয়ে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী।
অরুণিমার কথায়, ‘আমার অ্যাজ়মা রয়েছে। স্টেরয়েড ওষুধ খেতে হয়। তাই করোনাকালে বাড়ি থেকে করার অনুমতি পায়নি’। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তাই এই বছরে আরও বেশি করে কাজ করার ইচ্ছে অভিনেত্রীর।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণিমা জানান, ‘বাড়িতে বসে থাকার আক্ষেপ নেই।’ টলিউড কি অরুণিমার প্রতি অসন্তুষ্ট? এটা মানতে না চাইলেও অভিনেত্রী জানান, ‘খানিকটা অভিমান রয়েছে’। কারণ হিসাবে বলেন, ‘লেডি চ্যাটার্জি’র কাজ শেষের পর তাঁর হাতে দুটো গোয়েন্দা চরিত্রের প্রস্তাব ছিল কিন্তু একরকমের চরিত্রে কাজ করতে না চাওয়ায় সেই অফার ফিরিয়ে দেন তিনি। পাশাপাশি অরুণিমা জানালেন,‘ভাল বউ’ এর চরিত্র করে ক্লান্ত! এ বারে একটু নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাই।’ সম্প্রতি একটি ওটিটি প্রোজেক্টের অফার শোনবার পর এমনটাই বলেছিলেন তিনি।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় দু-দশক কাটিয়ে ফেলেছেন অরুণিমা। কিন্তু আজও নিজের ‘পি আর’ করাটা ঠিক আসে না তাঁর। টলিউডের পার্টিতে সেভাবে তাঁর উপস্থিতি চোখে পড়ে না। কিন্তু সেই নিয়ে আফসোস নেই। বরং জোর গলায় বললেন, ‘কাজ পাওয়ার জন্য কাউকে তেল দিতে পারব না। এত বছরে যখন পারিনি, তখন আগামী দিনেও আমার দ্বারা সেটা হবে না।’
ছোটপর্দায় ভালো কাজের অফার পেলে কামব্যাক করতে আগ্রহী খেলার ‘ইন্দিরা’, তবে চরিত্রটা চ্যালেঞ্জিং হতে হবে। আর নন-ফিকশনের জন্য এক্ষুণি রাজি তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও মনের ঝাঁপি খুলেছেন অভিনেত্রী। নিজের রিলেশনশিপ স্টেটাস সিঙ্গল স্পষ্ট জানালেন তিনি। সঙ্গে ফাঁস করেন দীর্ঘদিনের লং ডিসট্যান্স সম্পর্কে গত অক্টোবরেই ইতি টেনেছেন।
বিয়ে নিয়ে কী পরিকল্পনা? এই প্রশ্ন আজকাল প্রায়ই তাড়া করে বেড়াচ্ছে বছর ৩৮-এর অরুণিমাকে। মেনে নিলেন জীবনে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিবার ও কলকাতা ছেড়ে থাকতে পারবেন না। তাই এই শহরের ছেলেকে পছন্দ করতে চান, যদিও তাঁর নাকি যাদের পছন্দ হয়, সবাই বাইরের ছেলে! তবে বিয়েটা কপালের লিখন, এমনটা বিশ্বাস করেন অরুণিমা।
আরও পড়ুন-‘সেক্সের চাহিদা কবেই নষ্ট হয়ে গিয়েছে’,রটেছিল কুৎসা,অনুর সাথে সম্পর্ক ভাঙে সহবাস সঙ্গী
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports