‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো’, বুধবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ফেসবুকের দেওয়ালে ভেসে ওঠে এমনই একটি পোস্ট। এরপরই তাঁর পোস্ট ঘিরে শুরু হয় নানা বিতর্ক।
অনেকেই মনে করেন তাঁর এই পোস্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা সম্পর্কিত। কেউ কেউ মনে করেন, ঐন্দ্রিলার শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাসে আঘাত হানতে চেয়েই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই পোস্টটি করেছেন ঋত্বিক। দুঃসময়ে যুক্তি দেখিয়ে মানবিকতা, বিশ্বাসের উপর আঘাত হেনেছেন বলে অভিযোগ ওঠেন অভিনেতার বিরুদ্ধে।
আরও পড়ুন: লড়াইকে কুর্নিশ, সুস্থ হয়ে উঠুক ঐন্দ্রিলা, প্রার্থনা মিশমি, সায়ন্তিকাদের
এরপরই বৃহস্পতিবার সকালে আরও একটি পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী। নতুন পোস্টে টলিউড অভিনেতা লিখেছেন, ‘কাল একটা পোস্ট করেছিলাম, পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভালো হতো। যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন।’