পঞ্জাব কিংসের কাছে হারের ধাক্কা কাটিয়ে, অবশেষে সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরল কেকেআর। এদিন ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ১৬.৩ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান করে ফেলে নাইটরা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্কটেশ আইয়ার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ২৩ বলে ৩৩ করে অপরাজিত থাকেন শ্রেয়স। বেঙ্কটেশ আইয়ার ২৩ বলে অপরাজিত ২৬ করেন। চলতি আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই দিল্লি ক্যাপিটালকে হারাল কেকেআর।
এ দিন ছোট ছেলে আব্রামকে নিয়ে ইডেনে খেলা দেখতে হাজির হয়েছিলেন খোদ শাহরুখ খান। হোম গ্রাউন্ডে খেলা থাকলে মূলত হাজির থাকেন শাহরুখ। এ দিনও অন্যথা হয়নি। ছেলের সঙ্গে খুনসুটির মেজাজে দেখা গিয়েছে অভিনেতাকে। ভিভিআইপি বক্সে বসে দলের জয় উপভোগ করেছেন তিনি।
আরও পড়ুন: Mumbai City FC-র জার্সি ঘুরিয়ে সেমিফাইনালে জয়ের সেলিব্রেশন রণবীরের, ISL ফাইনাল ঘিরে তুমুল উত্তেজনা
আরও পড়ুন: ‘গদ্দার’ বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা, বীরভূম থেকে পালটা গর্জে উঠলেন মিঠুন
২০২২ সালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তথা জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্ত। গাড়ি দুমড়ে- মুচড়ে গেছিল, যা দেখে আঁতকে উঠেছিল ক্রিকেট ভক্তরা। ২০২২ সালের ৩০ ডিসেম্বর। এই দিনটা ঋষভ পন্থ কখনও ভুলতে পারবেন না।
আরও পড়ুন: ‘সন্তানদের সঙ্গে আমিও..’, মা হিসেবে নিজেকে সার্টিফিকেট দিলেন দেবিনা, বললেন নিজেকে ভালোবাসার কথা