
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলায় নির্বাচনী প্রচারে এসে একযোগে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তবে মোদীর ক্ষেত্রে সুর চড়া হলেও মমতার ক্ষেত্রে সুর নরমই রাখলেন সোনিয়া তনয়। দলের চরম দুর্দিনেও গোয়ালপোখরের মাঠে ভালই জনসমাগম করলেন রাজ্য কংগ্রেসের নেতারা। বেকারত্ব, শিক্ষাব্যবস্থা নিয়ে মমতাকে আক্রমণ করলেন বটে। তবে সেটা মোদীর তুলনায় অনেক মৃদুস্বরে। তাঁর অভিযোগ, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে৷ আর অতীতে বিজেপির সঙ্গে জোটের কথা মনে করিয়ে দিয়েও মমতার অস্বস্তি বাড়ানোর চেষ্টা করেছেন কংগ্রেস নেতা৷
বিজেপির সঙ্গে জোট নিয়ে মমতাকে খোঁচা দিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই শুধু রাজনৈতিক। আর কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই রাজনৈতিক এবং আদর্শগত। বিজেপি একবার বাংলায় এলে আগুন জ্বলবে৷ নরেন্দ্র মোদী, অমিত শাহদের কিছু হবে না৷ আগুন লাগলে এখানে লাগবে৷ নরেন্দ্র মোদী, অমিত শাহ পুড়বেন না। ওনাদের নিরাপত্তা আছে৷ বাংলা জ্বলবে৷ বাংলার মা–বোনেরা পুড়বে৷ একবার বাংলাকে বিভক্ত করতে পারলে এখানে আগুন লাগা কেউ আটকাতে পারবে না৷ এমন আগুন জ্বলবে যা আগে কেউ কোনওদিন দেখেননি৷ বাংলা ভাগ হলে সবথেকে বেশি ক্ষতি হবে বাংলার জনতার, বাংলার ভবিষ্যতের৷’
কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তাঁর লাইন কী? এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নির্বাচনের পরে কি প্রয়োজনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন? এই বিষয়ে রাহুল গান্ধী বলেন, ‘আপনারা মমতা দিদিকে বাংলা সামলনোর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি কি আপনাদের রোজগার দিয়েছেন? কেউ বলতে পারবে মমতা আপনাদের কোনও উপকার করেছেন? কোনও কাজ দিয়েছেন? দিদিকে রাস্তা তৈরি করেছেন? কলেজ–বিশ্ববিদ্যালয় গড়েছেন? কীসের খেলা হবে? আগে বলুন রাস্তা কে বানাবে? খেলতে হলে তো রাস্তা লাগবে তো? কলেজ–বিশ্ববিদ্যালয় তৈরি করুন, কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হোক না। তাই ভেবেচিন্তে আমাদের জোটকে ভোট দিন।’
বক্তব্যের শেষে অতীতে তৃণমূল কংগ্রেস–বিজেপির জোটের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, ‘কংগ্রেস কোনওদিন বিজেপির সঙ্গে সমঝোতা করেনি৷ মমতা করেছেন৷ মনে রাখবেন, আমাদের আরএসএস–বিজেপির সঙ্গে আদর্শগত লড়াই, শুধু রাজনৈতিক লড়াই নয়৷ আরএসএস–এর আদর্শ আমাদের সবথেকে বড় নেতা, গান্ধীজির হত্যার জন্য দায়ী৷ মরে গেলেও বিজেপির সঙ্গে আমরা হাত মেলাবো না৷ মমতাজির কাছে এটা শুধু রাজনৈতিক লড়াই৷ তাই কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছেন মোদী৷ তৃণমূল কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেনি৷ কারণ তৃণমূল কংগ্রেসে ওদের আপত্তি নেই৷ ওনাদের লড়াই কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসের আদর্শের সঙ্গে৷ কারণ উনি জানেন যে রাহুল গান্ধী ওদের ভয় পায় না, বরং ওঁরাই রাহুল গান্ধীকে ভয় পায়৷ এখানে দিদি–মোদীর নাটক চলছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports