ভোটে কোথাও প্রার্থী দেওয়া হবে না। তবে ভোটমুখী রাজ্যগুলিতে যে কেন্দ্রে যে প্রার্থী বিজেপিকে হারানোর জায়গায় থাকবেন, তাঁদের জন্য ভোট প্রার্থনা করবে কৃষক সংগঠনগুলি। একথাই জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা বলবীর সিং রাজেওয়াল। তবে নির্দিষ্টভাবে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না কৃষক সংগঠনগুলি। বলবীরকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, ‘আমরা ভোটমুখী রাজ্য - পশ্চিমবঙ্গ এবং কেরালায় দল পাঠাব। আমরা কোনও দলকে সমর্থন করব না। তবে বিজেপিকে হারাতে পারবেন, এমন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষকে আর্জি জানাব। কৃষকদের প্রতি (নরেন্দ্র) মোদী সরকারের যে দৃষ্টিভঙ্গি, তা আমরা জানাব।’মঙ্গলবার কৃষক সংগঠনগুলির সাংবাদিক বৈঠকে ছিলেন স্বরাজ ইন্ডিয়ার প্রতিষ্ঠান যোগেন্দ্র যাদব। তিনি জানান, আগামী ১২ মার্চ কলকাতায় সভা করে প্রচারের কাজ শুরু করা হবে। তিনি বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি ও তার সহযোগীদের শাস্তি দেওয়ার আর্জি জানাব। যারা কৃষিবিরোধী আইন এনেছে। আমরা ভোটমুখী রাজ্যগুলিতে যাব। আগামী ১২ মার্চে কলকাতায় জনসভা করে সেই কর্মসূচি শুরু করা হবে।’গত মাসেই বিকেইউ মুখপাত্র রাকেশ তিকাইত জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে যাবেন কৃষকরা। তাঁর অভিযোগ, বাংলার কৃষকরা শস্যের সঠিক মূল্য পান না। তাঁদের বঞ্চিত করা হয়। তিকাইত বলেছিলেন, ‘আমরা অবশ্যই পশ্চিমবঙ্গে যাব। পশ্চিমবঙ্গ মোটেও দেশের মধ্যে নয়। পঞ্চায়েত থেকে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া করছি। তাতে হতবাক হয়ে গিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। যে দল ক্ষমতায় আসতে চাইছে, তাদের ইস্তেহারে কৃষকদের বিষয়গুলি রাখত হবে। সেখানে কৃষকরা (শস্যের) সঠিক দাম পাচ্ছেন না। যাঁরা মৎস্যচাষের সঙ্গে যুক্ত আছেন, তাঁরাও সমস্যার মুখে পড়ছেন।’