একুশের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট–কংগ্রেস–আইএসএফ জোট করে লড়ছে। এই জোটকে বলা হচ্ছে সংযুক্ত মোর্চা। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে ২৭ মার্চ। সেক্ষেত্রে হাতে গোনা সময় আর পাঁচ দিন। তার আগেই জোট জট তীব্র আকার নিল মুর্শিদাবাদে। সামশেরগঞ্জে সংযুক্ত মোর্চার দুই শরিক সিপিআইএম–কংগ্রেস এবার মুখোমুখি লড়াইয়ে নামছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে এটা কিসের জোট? এটা কী তাহলে বন্ধুত্বপূর্ণ লড়াই? জোট কী ভেস্তে গেল? যদিও সংযুক্ত মোর্চার ফর্মূলা অনুযায়ী, সামশেরগঞ্জ আসনটি সিপিআইএমের জন্য বরাদ্দ হলেও সেখানে কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। যা নিয়ে তোলপাড় শুরু হল মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে সামশেরগঞ্জে সিপিআইএম মোদাসসার হোসেনকে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। শনিবার রাতে ঘোষিত কংগ্রেসের প্রার্থী তালিকায় আবার দেখা যায় সামশেরগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হয়েছেন মহম্মদ রেজাউল হক ওরফে মন্টু। তাতেই সংযুক্ত মোর্চার অস্তিত্ব নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখানেই শেষ নয়, উলটে সিপিআইএমের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্বের কাছে সামশেরগঞ্জ আসনে প্রার্থী তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে কংগ্রেস তাদের এই আসনের দাবি থেকে সরতে নারাজ।জেলা কংগ্রেসের মুখপাত্র মেহফুজ আলম ডালিম বলেন, ‘বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই বলেছিলেন, এখানে আমরা অনেক ভোটে জিতেছি। তাই সামশেরগঞ্জে আমাদের প্রার্থীকে সমর্থন করুন।’ জেলা সিপিআইএমের আশা এই জট কাটতে পারে রাজ্যে নেতৃত্বের হস্তক্ষেপে। সিপিআইএম নেতা জামির মোল্লা জানান, তৃণমূল কংগ্রেস–বিজেপিকে হঠাতে বামফ্রন্ট–কংগ্রেস–আইএসএফ জোট করেছে। তাতে কে কটা আসন পাবে তা আগেই নির্দিষ্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে সামশেরগঞ্জে সিপিআইএম মোদাসসার হোসেনকে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। শনিবার রাতে ঘোষিত কংগ্রেসের প্রার্থী তালিকায় আবার দেখা যায় সামশেরগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হয়েছেন মহম্মদ রেজাউল হক ওরফে মন্টু। তাতেই সংযুক্ত মোর্চার অস্তিত্ব নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখানেই শেষ নয়, উলটে সিপিআইএমের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্বের কাছে সামশেরগঞ্জ আসনে প্রার্থী তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে কংগ্রেস তাদের এই আসনের দাবি থেকে সরতে নারাজ।জেলা কংগ্রেসের মুখপাত্র মেহফুজ আলম ডালিম বলেন, ‘বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই বলেছিলেন, এখানে আমরা অনেক ভোটে জিতেছি। তাই সামশেরগঞ্জে আমাদের প্রার্থীকে সমর্থন করুন।’ জেলা সিপিআইএমের আশা এই জট কাটতে পারে রাজ্যে নেতৃত্বের হস্তক্ষেপে। সিপিআইএম নেতা জামির মোল্লা জানান, তৃণমূল কংগ্রেস–বিজেপিকে হঠাতে বামফ্রন্ট–কংগ্রেস–আইএসএফ জোট করেছে। তাতে কে কটা আসন পাবে তা আগেই নির্দিষ্ট করা হয়েছে।|#+|এই জোটে জটের বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খানের কটাক্ষ, কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চান না অধীর। উনি জোটধর্মে কোনওদিনই বিশ্বাস করেন না। তাই মুর্শিদাবাদে জোট জট পাকতই।