দিব্যি ভোট দিতে এসেছিলেন। হাতে নথিপত্রও এনেছিলেন তাঁরা। কিন্তু একজন নয়, তিন তিনজন ভোটারের সঙ্গে একই ঘটনা। বুথে আসার পর তাঁরা জানলেন ভোটার তালিকায় তাঁরা নাকি মৃত। তাঁদের নামের উপর 'ডিলিটেড' স্ট্যাম্প পড়ে গিয়েছে। অগত্যা ভোট না দিয়েই বাড়ি ফিরতে বাধ্য হলেন তাঁরা। মুর্শিদাবাদের সুতি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদের সুতি এলাকায় হাপানিয়া এলাকার একটি বুথ। সেই বুথে ভোট দিতে এসেছিলেন ওরা তিনজন। একজন প্রবীণ ভোটার। একজন মহিলা ভোটার ও একজন নতুন ভোটার। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। কিন্তু ভোটার লিস্ট দেখে একেবারে চক্ষু চড়কগাছ তাঁদের। তাঁদের দাবি ভোটার তালিকায় তাঁদের মৃত বলে দেখানো হয়েছে। সেকারণেই তাঁরা ভোট দিতে পারেননি। নানাভাবে তাঁরা ভোটকর্মীদের কাছে অনুরোধও করেন। কিন্তু ভোট কর্মীরা এসব শুনতে নারাজ। অগত্যা বাড়ির পথ ধরেন 'মৃত' ভোটাররা। ভোট দিতে না পারা ওই প্রবীন ভোটার বলেন, 'অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছিলাম। কিন্তু ভোটার তালিকা দেখে ওরা বলল, আমি নাকি মরে গিয়েছি। কিন্তু তাহলে ভোট দিতে এলাম কী করে? ভোট দিতে চেয়ে আবেদন করতে গেলাম। কিন্তু সেটাও নিল না। বলল বিডিওর সই লাগে। অগত্যা ভোট না দিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।' নবীন ভোটার বলেন,'এবারই প্রথম ভোট দিতে এসেছিলাম। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রেও আমাকে বাধা দেওয়া হয়েছে। বঞ্চনা করা হয়েছে। আমাকে বলা হচ্ছে আমি মৃত। তবে আমাকে এইসব কার্ড দিল কেন?' ন্তু ভোট দিতে এসে শোনেন তাঁরা নাকি মৃত