Stone Pelting during Polling in Nagaland: নাগাল্যান্ডে পোলিং বুথের বাইরে ছোড়া হল পাথর, জখম বৃদ্ধা, অভিযুক্ত JDU
1 মিনিটে পড়ুন Updated: 27 Feb 2023, 02:24 PM ISTনাগাল্যান্ডের ওখা জেলার টিয়ুই নামক বিধানসভা কেন্দ্রে পাথর ছোড়ার ঘটনা ঘটল। এই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্মুখীন বিজেপি প্রার্থী ইয়ানথাঙ্গো। তাঁকে এই কেন্দ্রে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেডিইউ-র রাজ্য সভাপতি সেনচুমো লোথা, আরজেডি প্রার্থী ওয়াই কিকন এবং নির্দল প্রার্থী হাইথুং তুঙ্গে লোথা।
নাগাল্যান্ডে ভোটের দিন পোলিং বুথের বাইরে ছোড়া হল পাথর