পুদুচেরির নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই লজ্জার বিদায় নিতে হয়েছিল ভি নারায়ণস্বামী নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। ওই রাজ্যে পরপর বিধায়কদের ইস্তফার জেরে কংগ্রেস সরকার আস্থাভোটের সম্মুখীন হতে হয়। কিন্তু শাসক দল আস্থাভোটে হেরে যায়। তবে বিজেপি ও তার সহযোগীরা সরকার গড়ার দাবি না জানানোয় সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এই আবহে অ্যাডভান্টেজ এনডিএ ধরে নেওয়া হয়েছিল আগেই। এক্সিট পোলেও সেই আভাসই মিলল।প্রসঙ্গত, দক্ষিণ ভারতে একমাত্র পুদুচেরিতেই কংগ্রেসের সরকার ছিল। কিন্তু তাও গত কয়েক বছরে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত ছিল। এই আবহে কংগ্রেসের দলত্যাগী দুই বিধায়ক বিজেপিতে নাম লেখান। সেই পরিস্থিতিতে এআইএডিএমকে এবং এআইআরএনসি-র সঙ্গে হাত মিলিয়ে ৩০ আসন বিশিষ্ট এই কেন্দ্র শাসিত অঞ্চলে সরকার গঠন করতে পারে বিজেপি। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন এক্সিট পোলে কী চিত্র উঠে এসেছে-সিএনএক্স-রিপাবলিক - এনডিএ পেতে পারে ১৬ থেকে ২০টি আসন। অপরদিকে কংগ্রেস ও ডিএমকে জোট জিততে পারে ১১ থেকে ১৩টি আসন।এবিপি-সি ভোটার - এনডিএ পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন। অপরদিকে কংগ্রেস ও ডিএমকে জোট জিততে পারে ৬ থেকে ১০টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস - এনডিএ পেতে পারে ২০ থেকে ২৪টি আসন। অপরদিকে কংগ্রেস ও ডিএমকে জোট জিততে পারে ৬ থেকে ১০টি আসন।টিভি৯-পোলস্ট্র্যাট - এনডিএ পেতে পারে ১৭ থেকে ১৯টি আসন। অপরদিকে কংগ্রেস ও ডিএমকে জোট জিততে পারে ১১ থেকে ১টি আসন।