মাত্র পাঁচ আসনে জিতেই মেঘালয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, উত্তর-পূর্ব রাজ্যে সরকার গঠনের জন্য ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা চলছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাও তাঁদের হাতে আছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা মুকুল সাংমা। যদিও ইতিমধ্যে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এনপিপির কনরাড সাংমা। যে দল একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। মেঘালয়ের ম্যাজিক ফিগার যেখানে ৩১ (আপাতত ৩০), সেখানে ৩২ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছে এনপিপি।
এবার ৬০ আসন-বিশিষ্ট মেঘালয়ে (৫৯ টি আসনে ভোটগ্রহণ হয়েছে) একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। ২৬ টি আসনে জিতে একক বৃহত্তম দল হয়েছে এনপিপি। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) ১১ টি আসনে জিতেছে। পাঁচটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে পাঁচটি আসন। তিনটি আসনে জিতেছে বিজেপি। বাকি আসনগুলিতে জিতেছেন আঞ্চলিক দল এবং নির্দল প্রার্থীরা। সেই পরিস্থিতিতে ইতিমধ্যে সরকার গঠনের দাবি জানিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী কনরাড।
শুক্রবার শিলংয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কনরাড জানান, বিজেপির তিন বিধায়ক, হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টির দুই বিধায়ক এবং দুই নির্দল বিধায়কের সমর্থনের প্রেক্ষিতে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আগামী মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১ টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। যে অনুষ্ঠানে হাজির থাকবেন বলে ইতিমধ্যে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে কনরাড দাবি করেছেন, আরও একাধিক দল সমর্থনের ইচ্ছাপ্রকাশ করে এনপিপির সঙ্গে যোগাযোগ করেছে। সেই পরিস্থিতিতে আগামিদিনে শাসকপক্ষের বিধায়ক সংখ্যা আরও বাড়তে পারে।
যদিও তৃণমূল নেতা মুকুল দাবি করেছেন, পাঁচটি আসন পেয়েও মেঘালয়ের সরকার গঠনের আশা ছাড়ছে না ঘাসফুল শিবির। বরং এনপিপি এবং বিজেপি-বিরোধী বিভিন্ন দলের সমর্থন নিয়ে সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। সরকার গঠনের যে ম্যাজিক ফিগার আছে, তা ছোঁয়ার জন্য পর্যাপ্ত সংখ্যাও আছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘জনগণের সেবায় আমরা অক্লান্ত পরিশ্রম করে যাব’, মেঘালয়বাসীকে বার্তা অভিষেকের
মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি মুকুল বলেন, ‘এবার মেঘালয়ের মানুষ কোনও সংখ্যাগরিষ্ঠ মত পোষণ করেননি। এটা পরিবর্তনের জনাদেশ। বাকি রাজনৈতিক দলগুলিতে বুঝতে হবে যে এই জনাদেশের ফলে দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। মানুষের বৃহত্তর স্বার্থে (আমাদের) একসঙ্গে কাজ করতে হবে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)