অনেক জায়গাতেই ইভিএম কাজ করছে না বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ইভিএম নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই আবহে এক সোশ্যাল মিডিয়া বার্তায় রাজ্যের বিরোধী দলনেতাকে 'লোডশেডিং শুভেন্দু' আখ্যা দিয়ে তৃণমূল অভিযোগ করে, শুভেন্দু অধিকারী ভোটে জেতার জন্যে নিজের চাল চালছেন। এই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে বালুরঘাটের ৬টি পঞ্চায়েত এলাকায় ইভিএম নিয়েও অভিযোগ রয়েছে তৃণমূলের। (আরও পড়ুন: আজ দ্বিতীয় দফায় ৮৮ কেন্দ্রে ভোট, ২০১৯ সালের নির্বাচনে ক'টা আসনে জিতেছিল BJP?)
আরও পড়ুন: ভোটে টাকার ছড়াছড়ি, ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ, কার্শিয়াঙে আটক GNLF নেতা
উল্লেখ্য, বরাবরই ইভিএম-এর ওপর অনাস্থা প্রকাশ করে এসেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই আবহে ভোটের দিন এভাবে ইভিএম কারচুপির অভিযোগ ওঠায় স্বভাবতই আলোড়ন ছড়িয়েছে। এদিকে আজই আবার ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের ১০০ শতাংশ ভোট মিলিয়ে দেখা নিয়ে দায়ের হওয়া মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে ইভিএম কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস।
এদিকে আজ সকাল সকাল রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত মহেন্দ্রগঞ্জ এফপি স্কুলের ৮৩ নম্বর বুথে ভোট দিতে যান প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী এবং তাঁর ছেলে মিছিল। ইভিএম খারাপ থাকায় সেই বুথে সাময়িক বন্ধ রয়েছে ভোট গ্রহণ। এই আবহে সেখানে দীর্ঘক্ষণ দীপা এবং তাঁর ছেলেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলে দাবি করা হয় রিপোর্টে। এই সবের মাঝেই আবার তৃণমূল ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে সরাসরি বিজেপির বিরুদ্ধেই।