ভোটমুখি বাংলায় পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি চরমে পৌঁছেছে। পরিবারের সঙ্গে সুর মিলিয়ে বিজেপির দাবি, এই খুনের পিছনে রয়েছে তৃণমূল। সেই অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় নিহত বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের মা ও ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি জানালেন, পিংলায় যেতে হবে রাজ্যপালকে।
এদিন সন্ধ্যায় নিহত বিজেপি কর্মীর মা ও ছেলেকে সঙ্গে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তিনি। অভিযোগ জানিয়ে বলেন, বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল। থানায় অভিযোগ জানাতে গেলে আধিকারিকরা প্রথমে তা গ্রহণ করতে চাননি। পরে বিজেপির চাপে FIR গ্রহণ করে। এমনকী দেহ ময়নাতদন্তেও গা জোয়ারি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেহ গায়ের জোরে ময়নাতদন্ত করা হয়েছে। দেহ পাওয়া গেল ঝান খেতে আর তার কারণ বলা হয়েছে জলে ডুবে মৃত্যু। ময়নাতদন্তের সময় ম্যজিস্ট্রেট হাজির ছিলেন না। কোনও ভিডিয়োগ্রাফি হয়নি। এই ময়নাতদন্ত পরিবার মানেনি। শুভেন্দুবাবু বলেন, তৃণমূলের অভিযোগে রাজ্যপাল চোপড়ায় গিয়েছিলেন। তাহলে ওনাকে পিংলাতেও যেতে হবে।
আরও পড়ুন: দেওয়াল লিখন ঘিরে দোলের দিন অশান্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে ঝরল রক্ত
বলে রাখি, গত রবিবার পিংলায় বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে ধান ক্ষেতে বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। খবর পেয়ে সেদিনই নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করেন তিনি।