
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বহরমপুরে অধীর চৌধুরীর ভোটপ্রচারে উত্তেজনা। প্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনে মেজাজ হারালেন সাংসদ। চড় মারলেন এক যুবককে। তাইতেই ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে বহরমপুরের খাগড়ার শান্তি সেবা সংঘ নামে একটি মন্দিরের সামনে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে স্থানীয়দের উদ্দেশে কটূক্তি করা হয়। সঙ্গে সঙ্গে অধীরকে উদ্দেশ করে গো ব্যাক স্লোগান তোলেন যুবকরা। এর পর গাড়ি থেকে নেমে পড়েন অধীর। স্থানীয় এক যুবককে তিনি চড় মারেন বলে অভিযোগ। এর পর অধীরের অনুগামীরা আরও কয়েকজন যুবককে মারধর করে।
আক্রান্ত এক যুবক জানিয়েছেন, আমরা মন্দিরের সামনে বসে ছিলাম। অধীরবাবুর গাড়ি থেকে আমাদের কটূক্তি করা হয়। আমরা প্রতিবাদ করলে গাড়ি থেকে অধীরবাবু এসে গায়ে হাত তোলেন। এর পর ওর গুন্ডারা আমাদের মারধর করে। বহরমপুরে কি কংগ্রেসি গুন্ডামো ফিরে এসেছে’?
প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় যুবকরা। অধীরবাবুসহ বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান তাঁরা।
পালটা কংগ্রেসের তরফে জানানো হয়েছ, প্রচারে বেরিয়ে অধীরবাবু ওই মন্দিরে প্রণাম করতে নেমেছিলেন। তখন স্থানীয় কয়েকজন যুবক ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। এতেই উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২ জন বিক্ষোভকারীকে আটক করে তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অধীরবাবু ও অন্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
অধীরবাবু জানিয়েছেন, ‘তৃণমূলের মদতে এই বিক্ষোভ। এলাকাবাসীকে ভয় দেখাতে এই কাজ করেছে তৃণমূল।’
৳7,777 IPL 2025 Sports Bonus