২০২৪ সালের লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সিংহভাগ আসন দেওয়া হয়েছে বিজেপিকে। যদিও সমীক্ষা মতোই ফল হবে কি না তা জানা যাবে আগামী ৪ জুন। তবে এক্সিট পোল প্রকাশিত হতেই তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। এই অবস্থায় কীভাবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে? জয় কীভাবে ও কোথায় উদযাপন করা হবে? সেই পরিকল্পনামা রীতিমতো করে ফেলেছে বিজেপি।
আরও পড়ুন: 'যাঁরা মোদীকে জিতিয়ে দিচ্ছেন, তাঁদের…', এক্সিট পোলের পরই বড় সতর্কবার্তা মমতার
শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিনেই জয় উপলক্ষে বিশাল রাজনৈতিক অনুষ্ঠান করবে বিজেপি। সেটা ‘ভারত মন্ডপম’ বা কর্তব্য পথে হতে পারে।ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হবে এই অনুষ্ঠানের থিম। পাশাপাশি শব্দ এবং আলোর প্রদর্শনীও থাকবে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি সহ ৮,০০০ থেকে ১০,০০০ জন উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও অনুষ্ঠানটি কবে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী ৯ জুন এই অনুষ্ঠান হতে পারে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে রাষ্ট্রপতি ভবন। ফুল, গাছপালা সহ অন্যান্য উপকরণ দিয়ে রাষ্ট্রপতি ভবনকে সাজানো হচ্ছে। ইতিমধ্যে, এর জন্য টেন্ডার ডাকা হয়েছে গত ২৮ মে। রাষ্ট্রভবনকে সাজাতে খরচ করা হচ্ছে আনুমানিক ২১ লক্ষ ৯৭ হাজার টাকা। সাজানোর জন্য সময় দেওয়া হয়েছে ৫ দিন।
প্রসঙ্গত, যতগুলি বুধ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে তাতে দাবি করা হচ্ছে, এনডিএ ৩৬১ থেকে ৪০১টি অথবা ৩৫৩ থেকে ৩৮৩ টি আসন পেতে পারে। সেখানে বিরোধী ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র ১৩০ থেকে ১৬৪ অথবা ১৫০ থেকে ১৮২টি আসন। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, উত্তর ভারত এবং পশ্চিম ভারতে বিজেপি কিছুটা ধাক্কা খেলেও তা ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশের মতো রাজ্যে তা পুষিয়ে যাবে। এই রাজ্যগুলিতে বিজেপির আসন সংখ্যা অনেকটা বাড়তে পারে। সেইসঙ্গে তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট চমকে দেওয়ার মতো ফল করতে পারে। যদি এক্সিট পোলগুলি সঠিক হয়, তাহলে নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলবেন, যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।