ভোট ঘোষণা হয়ে গিয়েছে। আর তারপরই নিরপেক্ষতা বজায় রাখার জন্য সবরকমভাবে সক্রিয় হয়েছে দেশের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন এবার দেশের ৬ রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবকে সরানোর সিদ্ধান্ত নিল। সেই রাজ্যগুলি হল গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। সেই সঙ্গেই মিজোরাম ও হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসন বিভাগের সচিবকেও সরানো হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।একদিকে যখন পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারকে সরিয়েছে। তেমনি বিজেপি শাসিত একাধিক রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দেওয়া হল।মূলত ভোটে যাতে নিরপেক্ষতা বজায় থাকে সেকারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। তবে এবারই প্রথম নয়। এর আগেও অতীতে একাধিক লোকসভা নির্বাচনে নানা সময়ে বিভিন্ন রাজ্য থেকে পদস্থ আধিকারিকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।এবার সামনেই লোকসভা ভোট। তার আগে সরিয়ে দেওয়া হল ৬ রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবকে। তবে তাৎপর্যপূর্ণ কেবলমাত্র বিরোধী দলের শাসন রয়েছে এমন রাজ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটা নয়। গুজরাট, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য়েও এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।