সংখ্য়ালঘু ভোট নিয়ে সমস্ত রাজনৈতিক দলেরই কম বেশি মাথাব্যাথা রয়েছে। এনিয়ে এবার নয়া তথ্য় সামনে এল।
1/4সম্প্রতি মালদার এক বিজেপি প্রার্থীর অফিসে বসে কথা হচ্ছিল। চোখে পড়ল টেবিলের উপর একটি ফাইল। সেখানে লেখা মুসলিম ভোটারস। আসলে সেই ফাইলেই আছে এলাকায় কতজন সংখ্য়ালঘু ভোটার রয়েছেন তারই তালিকা। (PTI Photo) (PTI)
2/4এটা তো হল ভোটের আগের পরিস্থিতি। যে সমস্ত কেন্দ্রগুলিতে ভোট হয়ে গিয়েছে সেখানে বুথগুলিতে সংখ্য়ালঘু ভোট কত পড়েছে সেটা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট হিসেব করা হচ্ছে। রবিবার জলপাইগুড়িতে ভোট কেমন হয়েছে সেই সংক্রান্ত বৈঠক বিজেপির। আর সেই বৈঠকে ভোট সংক্রান্ত একাধিক বিষয়ের মধ্য়ে অন্যতম বিষয় হল এলাকায় সংখ্যালঘু ভোট কত এই হিসেবটা হাজির করা। (PTI Photo) (PTI)
3/4রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার সমস্ত কেন্দ্রেই সংখ্য়ালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির কাছে। কারণ এমন একাধিক কেন্দ্র রয়েছে যেখানে সংখ্য়ালঘু ভোট কার্যত সব হিসেব ওলটপালট করে দিতে পারে। . (PTI Photo) (PTI)
4/4সংখ্য়ালঘু ভোট নিয়ে কেন এত মাথাব্য়াথা বিজেপির? আসল বিষয়টি হল ২০২১ সালের ভোটের ফলাফল বিশ্লেষন করে সংখ্য়ালঘু ভোটের উপর বিশেষভাবে জোর দিয়েছে বিজেপি। সেই বছর দেখা গিয়েছিল ২০২১ সালে তৃণমূল সেখানে সংখ্য়ালঘু ভোট একচেটিয়াভাবে পেয়েছে। যার জেরে লাভ হয়েছিল শাসক শিবিরের। (PTI Photo) (PTI)