বিজেপিতে ফিরেই কেন্দ্রীয় সুরক্ষা পেলেন অর্জুন সিং। বুধবার বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জেড শ্রেণির সুরক্ষা দেয় কেন্দ্রীয় সরকার। এর পরই তাঁর বাড়িতে পৌঁছন ৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বাহিনীর আধিকারিকরা। তবে তৃণমূল ছাড়লেও অর্জুনের পুলিশি নিরাপত্ত বহাল ছিল এদিনও।
আরও পড়ুন: পার্থ–জ্যোতিপ্রিয়কে আবির মাখাতে গেলেন বন্দিরা, খেপে ফায়ার প্রাক্তন দুই মন্ত্রী
তৃণমূলে টিকিট না পেয়ে গত ১৫ মার্চ ফের বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। বিজেপিতে ফিরেই বারাকপুর থেকে ফের দলের টিকিট পান তিনি। বিজেপিতে থাকাকালীন কেন্দ্রীয় বাহিনীর জেড শ্রেণির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। ফলে তিনি কত দিনে নেই নিরাপত্তা ফিরে পাবেন তা নিয়ে জল্পনা চলছিল। অপেক্ষা করতে হল না বেশি দিন।
এদিন দুপুরে অর্জুন সিংয়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ৫ জন জওয়ান আসেন। সঙ্গে আসেন বাহিনীর আধিকারিকরা। কী ভাবে তাঁর বাড়ির সুরক্ষার ব্যবস্থা করা হবে তা খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন অর্জুনের সঙ্গে। কোথায় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা হবে সে সব নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।
আরও পড়ুন: CM-র উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার ছক, গ্রেফতার প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে