সন্দেশখালিতে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে ফের আদালতে স্বস্তি পেলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গত ৬ মে সন্দেশখালিতে বিজেপির বিক্ষোভ ও তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার
৫ জনকে জামিন দিল আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের FIRএও স্থগিতাদেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন - মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন TMC নেতারা
পড়তে থাকুন - পিসি- ভাইপো যার বাড়িতেই লুকিয়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
শনিবার পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোটগ্রহণে ভোট দেবেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বাসিন্দারাও। এই কেন্দ্রেরই অন্তর্গত সন্দেশখালি। গত ৬ মে বসিরহাট থানার সামনে বিজেপির বিক্ষোভ ও তার পর তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত গীতা বর, অজিত সরদার, সুপ্রকাশ মণ্ডল, উৎপল মাইতি ও সুদেব দেকে জামিন দিয়েছে আদালত। এদের বিরুদ্ধে দায়ের FIRএও স্থগিতাদেশ দিয়েছে আদালত।
গত ৪ মে রাতে সন্দেশখালির একটি ফেরিঘাটে পারানি ডাকাতির অভিযোগ করেন ঘাট মালিক। সেই ঘটনায় ওই রাতেই এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর পরই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বিজেপি অভিযোগ করে, ডাকাতির তদন্তের নামে রাতে রোহিঙ্গা নিয়ে গিয়ে তাদের কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে পুলিশ। ধৃত যুবকের মুক্তির দাবিতে ৬ মে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী রেখা পাত্রসহ মহিলারা।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
এরই মধ্যে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলা চালান একদল মহিলা। তখন সেখানে দিলীপবাবুর সঙ্গে বৈঠক করছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। দিলীপবাবু ও তাঁর এক অনুগামীকে মারধর করেন মহিলারা। মহিলাদের দাবি, সন্দেশখালির ভাইরাল ভিডিয়োর পিছনে দিলীপবাবুর চক্রান্ত রয়েছে।