
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের অনেক কেন্দ্রেই দুই প্রার্থীর এক নাম সামনে এসেছে। তবে বাংলার এমন একটি কেন্দ্র রয়েছে যেখানে একই নামের তিন প্রার্থী লোকসভার ময়দানে লড়াইয়ে নেমেছেন। এই আসনটি হল বনগাঁ লোকসভা কেন্দ্র। ৩ বিশ্বজিৎ দাস এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন হলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, আর দুজন নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। সেক্ষেত্রে ভোট কাটাকাটির একটা কৌশল হতে পারে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।
আরও পড়ুন: নিজেই ফিরে বারাসতে ‘স্বেচ্ছায়’ মনোনয়ন তুলে নিলেন ‘নিখোঁজ’ হওয়া নির্দল ‘কাকলি’
প্রসঙ্গত, বনগাঁ লোকসভা কেন্দ্রটি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গড় হিসেবেই পরিচিত। এই কেন্দ্রে এবার লোকসভা নির্বাচনের জন্য ২১ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যেকের মনোনয়নই গৃহীত হয়েছে। তবে তাদের মধ্যে ৩ প্রার্থীর নাম একই হওয়ায় বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এই কেন্দ্রটি। তিন প্রার্থীর নামই শুধু একই নয়, তাঁদের পদবীও এক।
তৃণমূল প্রার্থী ছাড়াও বাকি যে দু’জন বিশ্বজিৎ দাস নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তাদের মধ্যে একজনের বাড়ি হল হরিণঘাটায়। তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী। নির্দল প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়ছেন। ইতিমধ্যেই প্রতীকও পেয়েছেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘এসি’ প্রতীক পেয়েছেন হরিণঘাটার বাসিন্দা বিশ্বজিৎ। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন এই প্রার্থী।
অন্যদিকে, আর একজন বিশ্বজিৎ হলেন তবে গাইঘাটার বাসিন্দা। তাঁর ইচ্ছে ছিল অন্তত একবার লোকসভা নির্বাচনে লড়াই করা। দীর্ঘদিন ধরে তিনি সিপিএমের সঙ্গে যুক্ত থাকলেও দলের সদস্য পদ ত্যাগ করেছেন তিনি। নির্দল হিসেবেই ভোটে দাঁড়িয়েছেন বিশ্বজিৎ দাস। তাঁকে ‘আলমারি’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে তৃণমূলের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করার জন্য একই নামের প্রার্থী দিয়ে বিজেপি ষড়যন্ত্র করেছে। এর মধ্যে আবার একজন সিপিএম নেতা হওয়ায় রাম বাম তত্ত্ব আরও স্পষ্ট বলে দাবি তৃণমূলের। তবে তাতে লাভ হবে না বনগাঁয় এবার জোড়া ফুলে ফুটবে বলেই দাবি করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে, বিজেপির দাবি তৃণমূল সবকিছুতেই বিজেপির দোষ খোঁজে। তবে বিজেপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। আর শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে।
৳7,777 IPL 2025 Sports Bonus