অনিরুদ্ধ ধরকাল হিমাচল প্রদেশের ভোট। ৭৮৮৪টি পোলিং স্টেশনে ভোট হবে কাল।আগামী ৮ ডিসেম্বর ভোট গণনা হবে।ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। তাদের হাতিয়ার উন্নয়ন। আর কংগ্রেস প্রতিষ্ঠানবিরোধী ভোটের উপর ভরসা করছে। এবার দেখে নেওয়া যাক হিমাচলের ভোটের ১০ পয়েন্ট।১) ৪১২জন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে কাল। ৫৫ লাখ ভোটার। মুখ্য়মন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্য়মন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংও দাঁড়িয়েছেন ভোটে।২) এবার মোদী প্রচারে গিয়ে বলেছিলেন পদ্মে ভোট দিলে তাঁর শক্তি বৃদ্ধি হবে।৩) বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং প্রমুখ এবার হিমাচলে প্রচারে গিয়েছিলেন।৪) বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে এবার প্রিয়াঙ্কা গান্ধী এলাকায় প্রচারে বের হয়েছিলেন।৫) গত দুবছরে দেশের অন্তত ৯টি রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এবার হিমাচলে কতটা দাগ কাটতে পারবে রাহুল গান্ধীর দল?৬) এবার ত্রিমুখী লড়াই হতে পারে। কারণ মাঝে ঢুকে পড়েছে আম আদমি পার্টি।৭) বিদায়ী মুখ্যমন্ত্রী মান্ডি সেরাজ বিধানসভা থেকে লড়ছেন এবার।৮) এবার ১,২১৪০৯জন ভোটার ৮০ বছরের উর্ধে। ১১৩৬জন শতবর্ষের উপরে।৯) এবার মাত্র ২৪জন মহিলা প্রার্থী। ২০১৭ সালে ছিল ১৯জন ও ২০১২ সালে ছিলেন ৩৪জন।১০) ৭৮৮৪টি পোলিং স্টেশনে ভোট হবে কাল।আগামী ৮ ডিসেম্বর ভোট গণনা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে।