Panchayat Post Poll Violence: মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তাঁর দেহ উদ্ধার করে তা ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে রাজ্যে পঞ্চায়েতের বলি ৪২। দক্ষিণ ২৪ পরগনাতেই এর আগে একাধিক রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে।
মৃত বিপ্লব হালদার
ভোট শেষেও জারি মৃত্যু মিছিল। ভোট পরবর্তী হিংসায় এবার প্রাণ গেল আরও এক তৃণমূল কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রক্ত ঝরেছে বাংলার। এবারে অবশ্য সবচেয়ে বেশি রক্ত ঝরেছে শাসকদলেরই। এই আবহে ফের এক শাসকদলের কর্মীকে খুনের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মৃতের নাম বিপ্লব হালদার। (পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)