নন্দীগ্রামে সেই ১,৯৫৬-র 'যন্ত্রণা' কি কাটিয়ে দিল ২০২৩ সালের পঞ্চায়েত ভোট? তেমনটাই বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা। যদিও তৃণমূল নেতাদের দাবি, ১,৯৫৬-র কোনও 'যন্ত্রণা' কোনওদিন ছিল না। বরং শুভেন্দু অধিকারীদের ‘লোডশেডিং’ চক্রান্তের জন্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১,৯৫৬ ভোটে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা দাবি করেছেন, পঞ্চায়েত ভোটে বিজেপির সেই ‘লোডশেডিং’ চক্রান্তের জবাব দিল নন্দীগ্রাম। কারণ সেখানে জেলা পরিষদের ফলাফল অনুযায়ী, সেখানে ১০,৪৫৭ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে চরম কটাক্ষ করেছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।
আরও পড়ুন: WB Panchayat Election Result 2023: নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বুধবার টুইটারে কুণাল লেখেন, ‘নন্দীগ্রামে সিপিএম বিজেপির ভোটকাটুয়া দালালি করেছে। নন্দীগ্রাম ওয়ানে তিনটি জেলা পরিষদ আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী। নন্দীগ্রাম টু'তে দুটি আসনে আমরা সামান্য ভোটে হেরেছি। আর নিজেরা তৃতীয় হয়ে নামমাত্র ভোট পেলেও ওইটুকু কাটার জন্য বিজেপির লাভ। বিজেপির দুই ভাই; সিপিএম আর কংগ্রেস আই।’ সেইসঙ্গে শুভেন্দুকে আক্রমণ শানিয়ে কুণাল বলেন, ‘বিগ ব্রেকিং: নন্দীগ্রামে জেলা পরিষদের ফলাফলের নিরিখে ১০,৪৫৭ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তাই লোডশেডিং বিধায়ক (শুভেন্দু) যে বিকৃত গল্প ছড়িয়েছিলেন, সেটা পুরোপুরি খারিজ হয়ে যাচ্ছে এবং তা কাগজের আবর্জনা বাক্সে ফেলে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: WB Panchayat Election Result 2023: রাজ্যের সব জেলা পরিষদে তৃণমূলের জয়জয়কার, ১৩টি জেলায় বিজেপি পেল শূন্য