পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতেই বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে আসছে। চলছে বিক্ষোভ, অবরোধ। সেরকমই অসন্তোষ দেখা গিয়েছে ব্যারাকপুরে। প্রার্থী তালিকা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ব্যারাকপুরে তৃণমূল নেতা নেত্রীদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন দলের কর্মীসমর্থকরা। সদ্য বিজেপি থেকে আসা নেতাকে টিকিট দেওয়ায় ব্যারাকপুরে রাস্তায় নেমে বিক্ষোভ, অবরোধ করলেন তৃণমূল কর্মী সমর্থকরা।
তাদের অভিযোগ, সম্প্রতি বিজেপি-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। দলের অনেক পুরনো নেতা থাকা সত্ত্বেও এবার পুরসভার টিকিট দেওয়া হয়েছে বিজেপি থেকে আসা এই নেতাকে। ব্যারাকপুর উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে অবরোধ, বিক্ষোভ করে প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, কোনওভাবেই রবীন ভট্টাচার্যকে তারা প্রার্থী হিসেবে মেনে নেবেন না।
এই দাবিতে তৃণমূল কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ব্যারাকপুরের মনিরামপুর পথ অবরোধ করেন। পরে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। অবশেষে বিক্ষোভকারীদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয় পুলিশ। তবে প্রার্থী তালিকা নিয়ে শুধু ব্যারাকপুরে নয়, জায়গা থেকে তৃণমূলের নেতাকর্মীদের অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে। খড়্গপুরেও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। যদিও কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে রাতারাতি প্রার্থী বদল করে দেয় তৃণমূল।