বৃহস্পতিবার অসমের ভাটগ্রামের সভা থেকে কংগ্রেসকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে নেতৃত্বহীন ও নীতিহীন দল বলে আক্রমণ হানেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, অসমের উন্নয়নের জন্য বিজেপি সরকারই একমাত্র ভরসা।ভাটগ্রামের বিজয় সংকল্প সভায় তিনি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা তুলে ধরেন। কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, 'যে কংগ্রেস পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে হাত মিলিয়েছে, তারাই আবার কেরলে বামের বিরোধিতা করছে।'এরপরেই ফের অসমে কংগ্রেসের অবস্থানকে 'দুঃখজনক' বলেন মোদী। তিনি বলেন, 'অসমে ভোটে লড়তে ওঁদের একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মেলাতে হচ্ছে।' আবার ক্ষমতায় এলে অসমের উন্নয়নের গতি দ্বিগুণ হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।' মূলত বদরুদ্দিন আজমলের এআইডিইউএফ-কে ইঙ্গিত করেই এই কথা বলেন মোদী। 'কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত ও ভোটব্যাঙ্কভিত্তিক শাসনের ফলে অসম দেশের অন্যতম বিচ্ছিন্ন একটি রাজ্যে পরিণত হয়েছে। কংগ্রেসের শাসনে অসম সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে,' বলেন নমো। নির্বাচনী প্রচার হিসাবে সিএএ-এনআরসি-র বিষয়ে আশ্বাসবাণীর আশা করেছিলেন কেউ কেউ। তবে, এদিন তার উল্লেখ করেননি প্রধানমন্ত্রী।অসমে মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব এদিন পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, 'নির্বাচনে হার নিশ্চিত জেনে অহেতুক সাম্প্রদায়িকতার কথা টানছে বিজেপি।' সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন, 'প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, গত পাঁচ বছর ক্ষমতায় থেকে অসমের কোন উন্নয়ন করেছে তাঁর দল?'নির্বাচনের টিকিট না পেয়ে দুই বিজেপি সাংসদের দলত্যাগের ঘটনা নিয়েও এদিন কটাক্ষ করেন সুস্মিতা। তিনি বলেন, 'নিজের দলেরই প্রবীণ নেতারা ইস্তফা দিচ্ছেন। তাঁরাই তো বলছেন যে সিন্ডিকেটের মাধ্যমে বিজেপি চালিত হয়।'