আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর থেকেই একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। ব্যাট হাতে খেলেছেন একের পর এক আকর্ষণীয় শট। এছাড়াও ঝুলিতে রয়েছে অজস্র অর্ধশতরান ও শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রতিটি ম্যাচেই তিনি দাগ কাটতে সফল হয়েছিলেন। যার জেরে তাঁকে সিরিজের সেরা ঘোষণা করা হয়।
তবে এবার যশস্বী জসওয়াল পরিশ্রমের ফল পেলেন। আইসিসির তরফ থেকে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয় তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনবদ্য পারফরম্যান্স তাঁকে পাইয়ে দিয়েছে এই পুরস্কার। সদ্য শেষ হওয়া সিরিজে তিনি দুটি ডবল সেঞ্চুরি করেন। স্বাভাবিক ভাবেই তিনি যে এই পুরস্কারের জন্য দাবিদার থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। এই পুরস্কার জেতার পর তিনি আইসিসির কাছে খুশি প্রকাশ করে জানিয়েছেন যে তিনি আশা করছেন যে আগামীদিনে তিনি আরও এমন পুরস্কার পাবেন।
গোটা ফেব্রুয়ারি মাসে ক্রিকেটের মাঠ থেকে উঠে এসেছে বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স। ব্যাট হাতে হোক কী বল হাতে, দুই বিভাগেরই অনেক ক্রিকেটার মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের। তবে এদের সকলকে ছাপিয়ে আগে এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কাকে ছাপিয়ে ফেব্রুয়ারি মাসে আইসিসির সেরা ক্রিকেটার হলেন তিনি।
পুরস্কার পাওয়ার পর যশস্বী জসওয়াল বলেন, 'আমি এই পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছি। আশা করছি আগামীদিনে এমন আরও পুরস্কার আমি জিতব। এই প্রথম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেললাম আমি এবং এখনও পর্যন্ত আমার জীবনের সেরা সিরিজ এটা বলে আমি মনে করি। আমি সত্যি গোটা সিরিজ জুড়ে খুব আনন্দ করেছি। যেভাবে আমি খেলেছি এবং যেভাবে পরিস্থিতি আগে এগিয়েছে, সত্যি দারুণ ছিল। তবে অভিজ্ঞতাটা বেশ ভালো হয়েছে। দলের সকলের সঙ্গে খুব আনন্দ করেছি। বিশেষ করে রাজকোটে যেই ইনিংসটা আমি খেলেছিলাম, আমি মনে করি যে ওটা আমি খুব মন থেকে উপভোগ করেছিলাম।'
প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচে ৭১২ রান করেন যশস্বী জসওয়াল। এর মধ্যে ছিল দুটি দ্বিশতরান এবং তিনটি অর্ধশতরান। এখন সামনে রয়েছে আইপিএল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে কেমন পারফর্ম করে দেখান তিনি। তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।