IPL আইপিএলের ইতিহাসে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল একটি বিরল নজির গড়ে ফেলেছেন। যেই তালিকায় রোহিত শর্মা, বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগের মতো ভারতীয় তারকারা তাঁর ধারে কাছে নেই। ভারতীয় টি২০ ব্যাটারদের মধ্যে বিশেষ করে ওপেনারদের মধ্যে বীরু, রোহিত, বিরাটদেরই সব থেকে ভয়ঙ্কর বলে মনে করা হয়, যদিও তাঁদের থেকে অনেকটাই এগিয়ে গেছেন যশস্বী এক বিরল রেকর্ডের ক্ষেত্রে।
আইপিএলে বর্তমানে রাজস্থান রয়্যালসের অবস্থান ৯ নম্বরে। সোমবার তাঁদের ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। যা পরিস্থিতি তাতে সোমবারই যদি রাজস্থান হেরে যায়, তাহলে তাঁদের অফিশিয়ালি এবারের আইপিএল থেকে গুডবাই হয়ে যাবে, কারণ ৯ ম্যাচ থেকে আপাতত তাঁদের পয়েন্ট ৪। ফলে সব ম্যাচ জিতলে তাঁরা সর্বোচ্চ ১৪ পয়েন্ট পৌঁছাতে পারবে, সেখানে সোমবার হেরে গেলে আর কোনওভাবেই তাঁদের পক্ষে প্লে অফে যাওয়া সম্ভব হবে না।
ছয় মারার নিরিখে সবার ওপরে যশস্বী
এদিকে ইনিংসের প্রথম বলে ছয় মারার নিরিখে বিরাটদের অনেকটাই পিছনে ফেলে দিলেন যশস্বী। রাজস্থান রয়্যালসের জার্সিতে আরসিবির বিপক্ষে ২০৬ রান তাড়া করতে নেমেছিলেন যশস্বী জসওয়াল। ইনিংসের প্রথম ওভারটি বোলিং করতে আসেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম বলেই ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ছয় মারেন রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ওপেনার, আর তাতেই তিনি জায়গা করে নেন একেবারে ইতিহাসে।
বিরাট ১বার, যশস্বী ৩বার
আইপিএলের ইতিহাসে ইনিংসের প্রথম বলেই ছয় মারা ব্যাটারদের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, সুনীল নারিনরা। তবে তাঁরা প্রত্যেকেই নিজেদের আইপিএল কেরিয়ারে মাত্র ১বার করে ছয় মেরেছেন ইনিংসের প্রথম বলে। কিন্তু যশস্বী সেই কাজই করে দেখিয়েছেন তিনবার। আর আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে যশস্বী প্রথম বলে ছয় মেরেছেন মোট পাঁচবার।
প্রথম বলে ছয় মেরেছেন কারা?
যশস্বী জসওয়াল মেরেছেন ৫বার
বিরাট কোহলি মেরেছেন ১বার
সুনীল নারিন মেরেছেন ১বার
প্রিয়াংশ আর্য মেরেছেন ১বার
ফিল সল্ট মেরেছেন ১বার
নমন ওঝা মেরেছেন ১বার
রবিন উথাপ্পা মেরেছেন ১বার
Indian Premier League 2025-এ রাজস্থান রয়্যালসের ধারাবাহিক খারাপ পারফরমেন্সের অন্যতম কারণ নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের অনুপস্থিতি। তার না থাকার কারণে ব্যাটিংয়ে যেমন ডেপথ কমেছে রাজস্থান রয়্যালসের, তেমনই অধিনায়কত্বের দিক থেকেও রিয়ান পরাগ একদমই নজর কাড়তে পারছেন না। ব্যাট হাতেও নিষ্প্রভ রিয়ান, হেতমায়েররা। তাই যেই ম্যাচে টপ অর্ডার ফ্লপ খাচ্ছে, সেই ম্যাচ আর জেতা হচ্ছে না জয়পুরের ফ্র্যাঞ্চাইজির।