শুভব্রত মুখার্জি: শনিবার রাতেই চলতি ডব্লুপিএলে এক অনবদ্য ইনিংস খেলেছিলেন ভারতীয় সিনিয়র মহিলা দলের অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। একেবারে খুনে মেজাজে ব্যাট করেছিলেন হরমনপ্রীত। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে দলকে এনে দিয়েছিলেনন এক অবিস্মরণীয় জয়। তারপরেই দেখা যায় মাঠে অনফিল্ড আম্পায়ার থেকে ম্যাচ রেফারি সকলেই মজার ছলে হরমনপ্রীতের ব্যাট পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েন। মজার ছলে হরমনকে প্রশ্নও করা হয় তাঁর আজকে ঠিক কী হয়েছিল? যেখানে দাঁড়িয়ে এমন বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। ম্যাচ শেষে হরমন নিজেও সে কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন রেফারিরা আমার পিছনেই পড়ে গিয়েছিল। জানতে চাইছিল আমার ব্যাটে কিছু আছে কিনা? তাঁরা আমার ব্যাট পরীক্ষা করছিল বারবার।
আরও পড়ুন… প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া, রবি দাহিয়া!
প্রসঙ্গত গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ৪৮ বল খেলেন হরমনপ্রীত। করেছেন দুরন্ত ৯৫ রান। অল্পের জন্য শতরান করতে পারেননি তিনি। আর ম্যাচে এক বল বাকি থাকতে মুম্বই ইন্ডিয়ান্স দলকে এনে দেন এক অবিশ্বাস্য জয়। তাঁর পাওয়ার হিটিংয়ে মুগ্ধ হয়ে যান বিশেষজ্ঞরা। রীতিমতো দিশেহারা দেখায় গুজরাট বোলারদেরকে। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চারে। এছাড়াও পাঁচটি বড় বড় ছয় হাঁকিয়েছেন তিনি। পাশাপাশি ওপেনার যশতিকা ভাটিয়া ও ভালো খেলেছেন। তিনি ৩৬ বলে করেছেন ৪৯ রান। আর তাদের এই দুরন্ত ইনিংসে ভর করেই গুজরাটের ১৯০/৭ স্কোরকে পেরিয়ে গিয়েছে মুম্বই দল। ম্যাচে হরমনপ্রীতের পাওয়ার হিটিংয়ের প্রভাব এতটাই পড়ে যে ম্যাচ শেষে ম্যাচ রেফারি পর্যন্ত তাঁর ব্যাট পরীক্ষা করেছেন। ম্যাচ শেষের আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন হরমনপ্রীত কৌর।
আরও পড়ুন… ভিডিয়ো: BAN vs SL 3rd T20I ম্যাচে দারুণ রান আউট করে ধোনির স্মৃতিকে ফিরিয়ে আনলেন লিটন দাস
হরমনপ্রীত জানিয়েছেন, ‘আমি যখন অনুশীলন করছিলাম তখন এই ব্যাটটি আমি ব্যবহার করেছি (যে ব্যাট দিয়ে ৯৫ রানের ইনিংস খেলেছেন)। আমার ম্যাচের যে ব্যাট সেটা কিন্তু সাধারণত আলাদা হয়। তবে ম্যাচ ব্যাটের গ্রিপটা একটু লুজ ছিল। ফলে ওই ব্যাটটি আমি ব্যবহার করতে পারিনি।’ এরপরেই মজার ছলে হরমনপ্রীত জানিয়েছেন, ‘আরে ও রেফারি মেরে পিছে পর গ্যায়া।(আরে এরপর ওই ম্যাচ রেফারি আমার পিছনেই পড়ে গিয়েছিল)। ব্যাট চেক কর রহা হ্যায় (আমার ব্যাট পরীক্ষা করছিল)। জ্যায়সে পাতা নেহি ক্যায়া ডালা হ্যায় ব্যাট মে (মনে হচ্ছিল যেন ব্যাটে আমি কিছু দিয়েছি)।’ বলতে বলতেই হেসে ফেলেন হরমনপ্রীত কৌর।