মাত্র ১৬ বছরে পাকিস্তানে গিয়ে চূড়ান্ত গালিগালাজ সইতে হয়েছিল। গায়ের রং, ধর্ম থেকে শুরু করে দেশ নিয়ে তুমুল কটাক্ষ, গালিগালাজের মুখে পড়তে হয়েছিল। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের মধ্যেই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহম্মদ রিজওয়ানদের উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে ভারতীয়দের একাংশ সরব হওয়ার প্রেক্ষিতে সেই দুর্বিষহ কাহিনী সামনে আনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। জানালেন যে কীভাবে একটা ১৬ বছরের ক্রিকেটারকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
যে মন্তব্যের প্রেক্ষিতে শিবরামকৃষ্ণন সেই দুর্বিষহ অভিজ্ঞতা সামনে এসেছেন, সেই মন্তব্য করেন সাংবাদিক রাজদীপ সারদেশাই। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) তিনি বলেন, ‘বিকেলের চিন্তাভাবনা: আজ সকালে আমাদের পার্কে ছিলাম। স্নেহপূর্ণ অভিবাদন হিসেবে আমরা প্রায়শই একে অপরকে রাম, রাম বলে থাকি। পাকিস্তানের খেলোয়াড়দের উপহাস করতে আগ্রাসীভাবে কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হবে? ভগবান রাম হল মর্যাদা পুরুষোত্তম। তাঁর মাধ্যমে বোধোদয় হয় মানুষের। তাঁর মাধ্যম শত্রুতা ছড়ানো হয় না। একমত?’
সেই টুইটের প্রেক্ষিতে ভারতের প্রাক্তন তারকা স্পিনার তথা ধারাভাষ্যকার শিবরামকৃষ্ণন বলেন, ‘১৬ বছরে যখন পাকিস্তানে গিয়েছিলাম, তখন কী ধরনের গালিগালাজ শুনতে হয়েছিল আমায়, সেটা শুধু আমি জানি। আমার গায়ের রং থেকে শুরু করে আমার ধর্ম, আমার দেশ, আমার সংস্কৃতি নিয়ে (গালিগালাজ) করা হয়েছিল। যদি আপনি নিজে সেটার চাক্ষুষ না থাকেন, তাহলে দয়া করে বিষয়টা নিয়ে কথা বলবেন না।’
উল্লেখ্য, গত শনিবার বিশ্বকাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১১৭ বল বাকি থাকতে সাত উইকেটে জিতে যান রোহিত শর্মারা। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে যায়। একটি ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) টুইট করে উষ্মাপ্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি। যে ভিডিয়োয় দাবি করা হয় যে রিজওয়ানকে লক্ষ্য করে আমদাবাদের মাঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Rizwan offering namaz in World Cup 2023: বিশ্বকাপে ‘মাঠের মধ্যেই নমাজ পাঠ রিজওয়ানের’, শাস্তির জন্য অভিযোগ দায়ের ভারতীয়ের
সেটার প্রেক্ষিতে উদয়নিধি বলেন, ‘স্পোর্টসম্যানশিপ এবং আতিথেয়তার জন্য ভারত বিখ্যাত। কিন্তু আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে যেরকম আচরণ করা হল, তা একেবারে মেনে নেওয়া যায় না। চূড়ান্ত নীচে নেমে যেতে হল। দুটি দেশের মধ্যে যোগসূত্র হিসেবে খেলাধুলোকে তুলে ধরা উচিত। যা প্রকৃত অর্থে ভ্রাতৃত্বকে লালন-পালন করবে। কিন্তু ঘৃণা ছড়ানোর হাতিয়ার হিসেবে খেলাধুলোকে ব্যবহার করার বিষয়টি নিন্দনীয়।’
আরও পড়ুন: IND vs PAK Best Fielder Prize: কিপার রাহুল কিনা পাক ম্যাচের সেরা ফিল্ডার! হাসতে-হাসতে মাথায় হাত বিরাটের- ভিডিয়ো