সেরা ফিল্ডার কে হবেন? কার হাতে উঠবে সেই মেডেল? এবারের বিশ্বকাপে ভারতের ম্যাচের পর সেই উত্তরটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকছেন সমর্থকরা। আর সবথেকে বড় বিষয় হল যে ভারতীয় খেলোয়াড়রা সেই মুহূর্তটা চেটেপুটে উপভোগ করছেন। রীতিমতো উচ্ছ্বাসে মেতে উঠেছেন। পাকিস্তান ম্যাচের পরও সেটার ব্যতিক্রম হল না। পাকিস্তান ম্যাচে দলের সেরা ফিল্ডার নির্বাচিত হন কেএল রাহুল। আর তা নিয়ে তুমুল মজা করলেন বিরাট কোহলি। শুধু বিরাট নয়, পাকিস্তান ম্যাচের সেরা ফিল্ডার যে রাহুল হয়েছেন, সেটা জানানো হতেই ভারতীয় দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফরা হাসতে থাকেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শনিবার পাকিস্তানকে দুরমুশ করার পর সেরা ফিল্ডারের পদক দেওয়ার তোড়জোড় শুরু করেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। প্রথমেই তিনি বলেন, ‘আবারও আমরা দুপুরে ফিল্ডিং করেছি। সিরাজ, কুলদীপ, শার্দুল, জসপ্রীতদের কথা বিশেষভাবে উল্লেখ করব। ওরা দ্রুত নিজেদের জায়গা থেকে যাওয়া-আসা করছিল। বিকেলে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছিল।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে যে রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ারদের প্রশংসা করছেন ফিল্ডিং কোচ। তারপর তিনি বলেন, ‘আমরা সাধারণত যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাই, সেটা হল উইকেটকিপিং। আমরা ভেবে নিই যে এই কাজটা ঠিকভাবেই করা হবে। কিন্তু স্টাম্পের কাছে আসা, থ্রোয়ের বল ধরতে স্টাম্পের কাছে চলে আসা, লেগসাইডের স্টাম্পিং করা, এবং ক্যাচ ধরা - সেগুলি মোটেও সহজ নয়। সার্বিকভাবে কেএল দারুণ উইকেটকিপিং করেছে। ওয়েল ডান।’
সেই ছোট্ট ভাষণের পর সেরা ফিল্ডার হিসেবে টিভিতে রাহুলের নাম ভেসে ওঠে। যা দেখে অন্যান্য ভারতীয় খেলোয়াড়রা তুমুল হাততালি দিতে থাকেন। হাসতেও থাকেন অনেকে। আর উইকেটের পিছনে রাহুলের দুটি বল ধরার ভিডিয়ো দেখে আরও হাসতে থাকেন তাঁরা। চেঁচাতে-চেঁচাতে মাথায় হাত দিয়ে বসে পড়েন রাহুল। তারপর হাতাতালি দিতে থাকেন। হেসে গড়িয়ে পড়তে থাকেন রবিচন্দ্রন অশ্বিন, শুভমন গিলরাও। সেইসবের মধ্যে কিছুটা হতবাক হয়ে যান স্বয়ং রাহুল। সেই ঘোরের মধ্যেই পদক নিতে ওঠেন। তাঁকে পদক পরিয়ে দেন শার্দুল ঠাকুর। যিনি আফগানিস্তান ম্যাচে সেই পদক পেয়েছিলেন।