
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সাত বছর পরে একদিনের ক্রিকেটে বোলিং করেই উইকেট পেলেন রোহিত শর্মা। যা একদিনের ক্রিকেটে তাঁর নবম উইকেট। শুধু তাই নয়, নেদারল্যান্ডসের শেষ উইকেট তুলে নিয়ে নিজের হাতেই ইতিহাস গড়লেন রোহিত। কারণ বিশ্বকাপের ইতিহাসে কখনও একটানা এতগুলি ম্যাচ জেতেনি ভারত। ডাচদের ১৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ঠিক সেটাই হল। নয় নম্বর জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ছাপিয়ে গেল ২০০৩ সালের বিশ্বকাপের রেকর্ড। ২০০৩ সালের বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া একটানা আটটি ম্যাচ জিতেছিল। এবার একটানা ন'টি ম্যাচ জিতল ভারত। অপরাজিত থেকে নক-আউটে প্রবেশ করল।
রবিবার ডাচদের বিরুদ্ধে ৪৮ তম ওভারে বল করতে আসেন রোহিত। সেইসময় জয়ের জন্য ১৮ বলে ১৬৮ রান দরকার ছিল ডাচদের। প্রথম বলে কোনও রান দেননি। দ্বিতীয় বলে এক রান হয়। তৃতীয় বলেও কোনও রান হয়নি। চতুর্থ বলটা মারার মতোই করেন রোহিত। যথার্থভাবেই ছক্কা হাঁকান তেজা নিদামানুরু। পরের বলে তেজার হিটিং জোনের বাইরে করেন রোহিত। ‘লোভ’ দেখিয়ে অফস্টাম্পের বাইরে বলটা ভাসিয়ে দেন। সেই ফাঁদে পা দেন তেজা। লং-অনের বাউন্ডারি পার করতে যান। কিন্তু সোজা শামির হাতে জমা পড়ে সেই বল।
আরও পড়ুন: IND vs NED: ‘১০ বছর’ পরে ODI-তে উইকেট নিলেন কোহলি, গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্কা- ভিডিয়ো
তারপরই বেশ আগ্রাসী কায়দায় সেলিব্রেশনে মেতে ওঠেন রোহিত। যিনি সাধারণত আগ্রাসনের পথে হাঁটেন না। কিন্তু উইকেটের পরে যেভাবে সেলিব্রেশন করেন, তা থেকেই বোঝা যাচ্ছিল যে ছক্কা খাওয়ার পরে মাথা গরম হয়ে গিয়েছিল। ‘ইগো’-য় আঘাত লেগেছিল। যে রোহিত আদতে অফস্পিনার হিসেবে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে কোচের কথায় ব্যাটিং শুরু করেন। তারপরও একটা সময় নিয়মিত বোলিং করতেন। আইপিএলে হ্যাটট্রিকও আছে। কিন্তু পরবর্তীতে আঙুলের চোটের কারণে বল করতে পারতেন না।
আর রোহিত উইকেট পাওয়ার পরই কমেন্ট্রি বক্সে মজা করেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার ইয়ান স্মিথ। তিনি বলতে থাকেন, এবার ড্রেসিংরুমে গিয়ে বিরাট কোহলিকেও রোহিত বলতে পারবেন যে ‘আমিও উইকেট নিয়েছি।’ যে কথা শুনে সকলে হেসে ফেলেন। উল্লেখ্য, রবিবার বেঙ্গালুরুতে বোলিং বিরাটও। একটি উইকেট পান তিনি। তিন ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট নেন। আর রোহিত পাঁচ বলে সাত রান দিয়ে উইকেট নিয়েছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports