শুভব্রত মুখার্জি:- ২০২৩ ওডিআই বিশ্বকাপের চারটি সেমিফাইনালিস্ট ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। ১৫ নভেম্বর ভারত প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ওয়াংখেড়েতে খেলা হবে এই ম্যাচটি। আর দ্বিতীয় ম্যাচে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।প্রথম সেমিফাইনালটি নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে আলাদা করে উন্মাদনা তৈরি হয়েছে। তবে আশঙ্কাও রয়েছে এই ম্যাচ নিয়ে। ভারতীয় ভক্তদের মনে এখনও তাজা রয়েছে ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে হারের স্মৃতি। বলা যায়, একই ঘটনার পুনরাবৃত্তি যাতে এবার না হয়, তা নিয়ে চিন্তায় রয়েছেন ভারতীয় ভক্তরা। তাঁদের আশ্বস্ত করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তাঁর মতে, এই ম্যাচটা নতুন একটা ম্যাচ। চার বছর আগের ঘটনা এই ম্যাচে আলাদা করে কোনও প্রভাব ফেলবে না।
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলদীপ যাদব জানিয়েছেন, '২০১৯ সালের সেমিফাইনাল (নিউজিল্যান্ডের বিপক্ষে) আজ থেকে চার বছর আগে ঘটা একটি ঘটনা। এরপর একাধিকবার আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি। ফলে ভারতের পরিবেশ পরিস্থিতির সঙ্গে যেমন আমরা পরিচিত, তেমন নিউজিল্যান্ডও বেশ পরিচিত। আমাদের এই বিশ্বকাপের প্রস্তুতি দারুণভাবে হয়েছে। গোটা বিশ্বকাপ জুড়েই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ফলে আমরা পরবর্তী কয়েকটা ম্যাচেও ওই একভাবেই খেলতে পারব বলে আশাবাদী।'
কুলদীপ আরও যোগ করেছেন ' এই ভেন্যুতে (মুম্বইয়ের ওয়াংখেড়ে) বল করাটা একটু কঠিন হবে নিঃসন্দেহে। এই উইকেটে বাউন্স রয়েছে সামঞ্জস্যপূর্ণ। এখানে বেশিরভাগ সময়েই ব্যাটারদের আধিপত্য দেখা যায়। তবে ম্যাচটা যেহেতু টি-২০ নয়, ফলে বোলারদের হাতেও যথেষ্ট সময় থাকে ম্যাচে ফিরে আসার। তবে হ্যাঁ, এই ম্যাচে সবসময় আমাদের আগে উইকেট তুলে নিতে হবে। তবেই আমরা ম্যাচে এগিয়ে যাব। বিপক্ষকে আমরা চাপে ফেলতে পারব। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারব।'
উল্লেখ্য, চলতি ওডিআই বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ড নিজেদের মধ্যে ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছে। যে ম্যাচে ধরমশালায় কিউয়িদের হারিয়ে দিয়েছিল ভারত। ব্যাট হাতে বিরাট কোহলি ৯৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।