
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ICC Men's Cricket World Cup 2023- ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতি ম্যাচে, ৮৭ রানের একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি ইনিংস খেলে রোহিত শর্মা আউট হয়েছেন। আদিল রশিদের ফাঁদে ফেলেছেন ‘হিটম্যান’ শর্মা। আসলে, রোহিত শর্মার বিপজ্জনক মনোভাব টের পেয়ে ইংলিশ অধিনায়ক জোস বাটলার ইনিংসের ৩৭তম ওভারটি রশিদের হাতে তুলে দেন। এই ওভারের পঞ্চম বলেই ভারতীয় অধিনায়কের ধৈর্য্যের অবসান ঘটে। ডিপ মিডউইকেটে ছক্কা মারার চেষ্টা করেন তিনি, এই সময়ে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। তবে রোহিত শর্মার পরে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালান রবীন্দ্র জাদেজা। তবে জাদেজাও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। ১৩ বলে ৮ রান করে আউট হয়ে যান ভারতের এই অলরাউন্ডার। তিনিও রশিদের বলে আউট হন। ৪০.৩ ওভারে ১৮২ রানের মধ্যে ৬ উইকেট হারায় ভারত। এই দুই উইকেট নিয়ে ভারতের বড় ইনিংসের স্বপ্নকে ব্যর্থ করেন আদিল রশিদ।
এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশেষ কীর্তি গড়েন রোহিত শর্মা। আন্তর্জাতিক স্তরে ১০০তম ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন তিনি। এই বিশেষ সেঞ্চুরি করা ভারতের সপ্তম খেলোয়াড় হয়েছেন তিনি। তাঁর আগে, এই বিশেষ কৃতিত্বটি অর্জন করেছিলেন কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, এমএস ধোনি এবং বিরাট কোহলি। এবার সেই তালিকায় যোগ হল রোহিত শর্মার নাম।
এমএস ধোনি - ৩৩২ ম্যাচ
মহম্মদ আজহারউদ্দিন – ২২১ ম্যাচ
বিরাট কোহলি – ২১৩ টি ম্যাচ
সৌরভ গঙ্গোপাধ্যায় – ১৯৬ টি ম্যাচ
কপিল দেব - ১০৮ টি ম্যাচ
রাহুল দ্রাবিড় - ১০৪ টি ম্যাচ
রোহিত শর্মা - ১০০টি ম্যাচ
ইংল্যান্ডের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করেছেন অধিনায়ক রোহিত শর্মার ব্যাট। ভারতীয় দলের হয়ে ইনিংস শুরু করে তিনি ১০১ বলে ৮৭ রান করতে সক্ষম হন। এ সময় তাঁর ব্যাট থেকে আসে ১০টি চার ও তিনটি দুর্দান্ত ছক্কা। শর্মা আজ তার ওডিআই ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি পূর্ণ করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি মাত্র ১৩ রানের জন্য তা মিস করেন। তবে আদিল রশিদ রোহিত ও জাদেজাকে সাজঘরে ফিরিয়ে ভারতের বড় রানের যাওয়ার পথ বন্ধ করে দেন। ম্যাচের কথা বললে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২২৯ রান। যদিও এটি লো স্কোরিং ম্য়াচ, এখন দেখার ভারতীয় বোলাররা কী করেন?
৳7,777 IPL 2025 Sports Bonus