Dawid Malan Records- মঙ্গলবার ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ড বনাম বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছিল ইংল্যান্ড দল। আগে ব্যাট করে ইংল্যান্ড দল স্কোর বোর্ডে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৬৪ রান তোলে। জবাবে ২২৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এদিনের ম্যাচটি ১৩৭ রানে জিতে যায় ইংল্যান্ড। ম্যাচ জেতার পাশাপাশি অনন্য নজির গড়লেন ডেভিড মালান। এদিনের ম্যাচে ইংল্যান্ডের হয়ে ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে মালান মারেন ১৬টি চার ও ৫টি ছক্কা। মেহেদি হাসানের বলে সাজঘরে ফেরেন ডেভিড মালান।
সবচেয়ে কম ইনিংসে ৬টি ওডিআই সেঞ্চুরি করেছেন ডেভিড মালান-
ডেভিড মালান তাঁর ইনিংস চলাকালীন অনেক বিশ্ব রেকর্ড করেছেন। মালান এখন সবচেয়ে কম ইনিংসে ৬টি ওডিআই সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়েছেন। ২৩ ইনিংসে এই অঙ্ক স্পর্শ করেছেন ডেভিড মালান। এর আগে ইমাম-উল-হক ২৭ ইনিংসে, উৎপল তরঙ্গা ২৯ ইনিংসে, বাবর আজম ৩২ ইনিংসে এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ৩৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
মঙ্গলবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023-এ তার প্রথম সেঞ্চুরি করেন। মালান তার ২৩তম ওডিআই ম্যাচে ৯১ বলে ষষ্ঠ সেঞ্চুরি করেন। মাহেদি হাসানের কাছে উইকেট হারানোর আগে তিনি ১০৭ বলে ১৬টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১৪০ রান করেন। তবে তিনি তার দলকে ৩৫০-এর উপরে যাওয়ার ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন।
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
১৫৮ - অ্যান্ড্রু স্ট্রস বনাম ভারত, বেঙ্গালুরু, ২০১১
১৫৩ - জেসন রয় বনাম বাংলাদেশ, কার্ডিফ, ২০১৯
১৪৮ - ইয়ন মর্গ্যান বনাম আফগানিস্তান, ম্যাঞ্চেস্টার, ২০১৯
১৪০ - ডেভিড মালান বনাম বাংলাদেশ, ধরমশালা, ২০২৩
১৩৭ - ডেনিস অ্যামিস বনাম ভারত, লর্ডস ১৯৭৫
ডেভিড মালান (ODI) ফেব্রুয়ারি 2023 থেকে রান করেছেন-
১১৮(১১৪), ১১৪*(১৪৫), ১১(১৯), ০(২), ৫৪(৫৩), ৯৬(৯৫), ১২৭(১১৪), ১৪(২৪), ১৪০(১০৭)
মোট: ৯ ইনিংস, ৮৪.২৫ গড়, ৬৭৪ রান, ১০০.১৪ স্ট্রাইক রেট
শুধু তাই নয়, চলতি বছরে একদিনের ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি করেছেন ডেভিড মালান। এটি করে তিনি ইংল্যান্ডের ডেভিড গাওয়ার (১৯৮৩) এবং জনি বেয়ারস্টোর (২০১৮) রেকর্ডের সমান করলেন। আশা করা হচ্ছে এ বছর এই রেকর্ড ভাঙতে সফল হবেন মালান। চলতি বছর ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি করেছেন শুভমন গিল। দলের হয়ে খেলার কথা এখনও তার নেই। মালান যে ফর্মে আছেন, তাতে আগামী কয়েকটি ম্যাচে এই রেকর্ড ভাঙা তার জন্য খুব একটা কঠিন হবে বলে মনে হচ্ছে না।