Australia vs Netherlands Match Controversial moment- আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। এদিন ক্যাঙ্গারু দলের শুরুটা দারুণ হয়েছিল। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের সেঞ্চুরির জুটির ভিত্তিতে ম্যাচে পায়ের তলার জমি শক্ত করেছিল অস্ট্রেলিয়া। এদিকে, ওয়ার্নারের উইকেটের আকাঙ্ক্ষা নেদারল্যান্ডসের ফিল্ডারকে অসাধু করে তুলেছিল। আসলে ওয়ার্নার ব্যাট হাতে যে ভাবে ডাচদের বিরুদ্ধে বিপর্যয় করছিলেন তার ফলেই হয়তো এমনটা করে বসেছিলেন ডাচ ক্রিকেটার। তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার আগেই ফিল্ডারের চুরি ধরে ফেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
নেদারল্যান্ডসের খেলোয়াড় চুরি করছিলেন
আসলে ইনিংসের ২৩তম ওভারের পঞ্চম বলে কভারের দিকে হাওয়ায় শট খেলেন ডেভিড ওয়ার্নার। কভারে ফিল্ডিং করা রোলফ ভ্যান ডার মারউইয়ে ঝাঁপিয়ে পড়ে জোরালো ক্যাচ ধরেন। যাইহোক, ক্যাচটি সম্পূর্ণ হওয়ার পরে, ওয়ার্নার দেখিয়েছিলেন যে ভ্যান ডের মেরওয়ে পরিষ্কারভাবে ক্যাচটি ধরেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহায়তা নেন।
রিপ্লেতে তৃতীয় আম্পায়ার আবার ক্যাচটি দেখেন। সেখানেই ভ্যান ডের মেরওয়ের চুরি ধরা পড়ে যায়। আসলে, রোলফ ভ্যান ডার মারউইয়ে প্রথমে দুই হাতে ক্যাচটি ধরলেও সেই সময়ে তিনি নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। রোলফ ভ্যান ডার মারউইয়ের ডান হাত দিয়ে বলটি ছেড়ে দেন, তখন তার বাম হাতে বলটি পরিষ্কারভাবে মাটিতে স্পর্শ করতে দেখা যায়। এরপর তৃতীয় আম্পায়ার ওয়ার্নারকে নট আউট ঘোষণা করেন। রোলফ ভ্যান ডার মারউইয়ের এই কর্মকাণ্ডে নেদারল্যান্ডসের ভক্তরাও বিস্মিত হয়ে যান।
স্মিথ তাঁর প্রথম হাফ সেঞ্চুরি করেন
মিচেল মার্শ সস্তায় প্যাভিলিয়নে ফেরার পর মাঠে নামেন স্টিভ স্মিথ। অজি ব্যাটার শুরু থেকেই ছন্দে ছিলেন এবং তিনি মাঠের চার কোনায় শক্তিশালী শট খেলেন। স্মিথ দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং ৫৩ বলে ২০২৩ বিশ্বকাপে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে স্মিথ দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন। ৬৮ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। এরপরে ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। মার্নাস ল্যাবুশান ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ৩৯৯ রান। ৪০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় নেদারল্যান্ডস।