বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল অস্ট্রেলিয়া। হাতে মাঝারি মানের পুঁজি নিয়েও শনিবার আমদাবাদে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেন প্যাট কামিন্সরা। অজিদের কাছে পর্যুদস্ত হয়ে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলেন জোস বাটলাররা।
শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন মার্নাস ল্যাবুশান। নিশ্চিত অর্ধশতরান মাঠে ফেলে আসেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন।
ল্যাবুশান ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৭৭ রান করে আউট হন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৪৪ রান করেন স্মিথ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৪৭ রান করেন গ্রিন। এছাড়া ট্র্যাভিস হেড ১১, ডেভিড ওয়ার্নার ১৫, জোশ ইংলিস ৩, মার্কাস স্টইনিস ৩৫, প্যাট কামিন্স ১০, মিচেল স্টার্ক ১০, অ্যাডাম জাম্পা ২৯ ও জোশ হেজেলউড অপরাজিত ১ রান করেন।
ইংল্যান্ডের ক্রিস ওকস ৫৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ। ১টি করে উইকেট পকেটে পোরেন ডেভিড উইলি ও লিয়াম লিভিংস্টোন।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৫৩ রানে অল-আউট হয়ে যায়। ৩৩ রানে ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচের ৬টিতে পরাজিত হয়ে সরকারিভাবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশের পরে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় তারা। ব্যর্থ হয় ব্যাট হাতে বেন স্টোকসের লড়াই।
রান তাড়া করতে নেমে স্টোকস লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯০ বলে ৬৪ রান করে মাঠ ছাড়েন। হাফ-সেঞ্চুরি করেন ডেভিড মালানও। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৫০ রান করে আউট হন।
এছাড়া জো রুট ১৩, জোস বাটলার ১, মইন আলি ৪২, লিয়াম লিভিংস্টোন ২, ক্রিস ওকস ৩২, ডেভিড উইলি ১৫ ও আদিল রশিদ ২০ রান করে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জোশ হেজেলউড ও প্যাট কামিন্স। ১টি উইকেট নেন মার্কাস স্টাইনিস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জাম্পা।
এই জয়ের সুবাদে ৭ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়ায় ১০। ইংল্যান্ড ৭ ম্যাচের মাত্র ১টিতে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। অস্ট্রেলিয়া রয়েছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। ইংল্যান্ড রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে।