আইপিএল ২০২৫ মাঝেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে মাঠে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। আসন্ন মহিলা ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। ২০২৫ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তবে তার আগে এই ত্রিদেশীয় ওয়ান ডে টুর্মামেন্ট আয়োজিত হচ্ছে শ্রীলঙ্কায়।
টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। অর্থাৎ, ১৫ দিন ধরে চলবে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের সব ম্যাচ খেলা হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০টায়।
কোন ফর্ম্যার্টে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট
ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অর্থাৎ, প্রতিটি দল নিজেদের মধ্যে ২টি করে ম্যাচে মাঠে নামবে। সেই নিরিখে ভারত লিগ পর্বে ২টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও ২টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রতিটি দল লিগ পর্বে ৪টি করে ম্যাচ খেলার পরে যে ২টি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, নিজেদের মধ্যে ফাইনালে মুখোমুখি হবে তারাই।
ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি
২৭ এপ্রিল: ভারত বনাম শ্রীলঙ্কা (কলম্বো, সকাল ১০টা)।
২৯ এপ্রিল: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলম্বো, সকাল ১০টা)।
২ মে: শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা (কলম্বো, সকাল ১০টা)।
৪ মে: ভারত বনাম শ্রীলঙ্কা (কলম্বো, সকাল ১০টা)।
৭ মে: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলম্বো, সকাল ১০টা)।
৯ মে: শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা (কলম্বো, সকাল ১০টা)।
১১ মে: ফাইনাল (কলম্বো, সকাল ১০টা)।
আরও পড়ুন:- মুম্বই হামলার পরেও খুলেছিল দরজা, পহেলগাঁওয়ের ক্ষোভ তালা ঝুলিয়ে দিল ভারত-পাক ক্রিকেটে?
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা দেখা যাবে
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে এই ত্রিদেশিয় ওয়ান ডে টুর্নামেন্ট টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা নয়। তবে ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডে। অর্থাৎ, মোবাইলে ফ্যানকোড অ্যাপ থাকলেই খেলা দেখবে পাবেন। জিওহটস্টারে না দেখতে পেলেও এই ত্রিদেশিয় টুর্নামেন্টের খেলা দেখা যাবে জিও টিভিতে।
আরও পড়ুন:- অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো
ত্রিদেশিয় সিরিজের জন্য ভারতের স্কোয়াড
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, আমনজ্যোৎ কৌর, কাশবী গৌতম, স্নেহ রানা, অরুদ্ধতী রেড্ডি, তেজল হাসাবনিস, শ্রী চরণী ও শুচি উপাধ্যায়।