লেজেন্ডস লিগ ক্রিকেটের সুবাদে সাম্প্রতিক অতীতের কিংবদন্তিদের ফের মাঠে নামতে দেখা যায়। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এখনও মাঠে নামেন সচিন তেন্ডুলকররা। এবার ফের সচিন, যুবরাজ, ইরফান, ইউসুফের মতো প্রাক্তন তারকাদের মাঠে নামতে দেখা যাবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কাপে।
দু'দলের এই প্রীতি ম্যাচটি আয়োজিত হবে ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া, এই ৭ দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ২টি দল, যারা সম্মুখসমরে নামবে একটি সচেতনতামূলক চ্যারিটি টি-২০ ম্যাচে।
এই ম্যাচে ওয়ান ওয়ার্ল্ড দলকে নেতৃত্ব দেবেন সচিন তেন্ডুলকর। ওয়ান ফ্যামিলি দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন যুবরাজ সিং। সচিনের দলে রয়েছেন নমন ওঝা, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, অশোক দিন্দা, হরভজন সিং ও আরপি সিংয়ের মতো প্রাক্তন ভারতীয় তারকারা। যুবির দলের হয়ে মাঠে নামবেন পার্থিব প্যাটেল, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান ও বেঙ্কটেশ প্রসাদের মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটাররা।
উভয় দলেই আন্তর্জাতিক জৌলুসের অভাব নেই। সচিনের ওয়ান ওয়ার্ল্ড দলে রয়েছেন উপুল থরঙ্গা, আলভিরো পিটারসেন, অজন্তা মেন্ডিস, মন্টি পানেসর ও ড্যানি মরিসনের মতো বিদেশি ক্রিকেটার। যুবরাজের ওয়ান ফ্যামিলি দলে রয়েছেন ড্যারেন ম্যাডি, অলোক কাপালি, রমেশ কুলুবিতরনা, জেসন ক্রেজা, মুথাইয়া মুরলিধরন, মাখায়া এনতিনি ও চামিণ্ডা ভাসের মতো বিদেশি তারকা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে মুদেনাহাল্লির সত্য সাই গ্রাম সাই কৃষ্ণ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি চ্যানেলে। এছাড়া সরাসরি খেলা দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ও ইউটিউবে। এছাড়া ম্যাচটির যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
ওয়ান ওয়ার্ল্ড দলের স্কোয়াড:-
সচিন তেন্ডুলকর (ক্যাপ্টেন), নমন ওঝা (উইকেটকিপার), উপুল থরঙ্গা (উইকেটকিপার), আলভিরো পিটারসেন, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, অশোক দিন্দা, অজন্তা মেন্ডিস, হরভজন সিং, মন্টি পানেসর, আরপি সিং ও ড্যানি মরিসন।
ওয়ান ফ্যামিলি দলের স্কোয়াড:-
যুবরাজ সিং (ক্যাপ্টেন), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), মহম্মদ কাইফ, ড্যারেন ম্যাডি, অলোক কাপালি, রমেশ কুলুবিতরনা (উইকেটকিপার), ইউসুফ পাঠান, জেসন ক্রেজা, মুথাইয়া মুরলিধরন, মাখায়া এনতিনি, চামিণ্ডা ভাস ও বেঙ্কটেশ প্রসাদ।